বনশ্রী (অভিনেত্রী)

অভিনেত্রী

সাহিনা সিকদার বনশ্রী (জন্ম: আগস্ট ২৩, ১৯৪৪) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ঢালিউডের অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবিসি রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান জীবনের গল্প-এর মাধ্যমে বনশ্রীর কথা নতুন করে সংবাদ মাধ্যমে ফিরে আসে।

বনশ্রী
জন্ম
সাহিনা সিকদার

পেশাঅভিনেত্রী
দাম্পত্য সঙ্গীফারুক হোসেন

জীবন সম্পাদনা

সাত বছর বয়সে তিনি শিবচর থেকে ঢাকায় চলে আসেন।সে সময় তার বাবা ঠিকাদারির কাজ করতেন। তার দুই বোন এবং এক ভাই রয়েছে। ছেলেবেলা থেকেই বনশ্রী সংস্কৃতি চর্চার প্রতি আকৃষ্ট ছিলেন ফলে একসময় উদীচী গণসাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত হন। তিনি ভালো গান করতেন। এরপর অভিনয় শেখার জন্য যোগ দেন সুবচন নাট্য সংসদে। বিটিভির স্পন্দন অনুষ্ঠানে নিয়মিত আবৃত্তি করেছেন। এছাড়াও প্রায় দশটির মতো বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। সোহরাব-রুস্তম চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর নেশা, মহাভূমিকম্প, প্রেম বিসর্জন, ভাগ্যের পরিহাস ইত্যাদি চলচ্চিত্রে একনাগাড়ে অভিনয় করেন।[১] চলচ্চিত্র ছেড়ে দেয়ার পর আর্থিক অনটনের কারণে বর্তমানে তিনি ঢাকার শাহবাগের ফুল মার্কেটে ফুলের ব্যবসা করেন।[২][৩]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

পুরস্কার এবং সম্পাননা সম্পাদনা

বর্তমানে বনশ্রীর আর্থিক অবস্থার অবনতি ঘটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশ লক্ষ টাকার অর্থিক সহায়তা প্রদান করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অভিনেত্রী বনশ্রীর প্রশ্ন 'আমার মেয়েটাকে কি ওরা বাঁচায়ে রাখছে?'"। ২৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  2. "হারিয়েই যাচ্ছেন নায়িকা বনশ্রী | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। ১৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  3. "বনশ্রীর কান্না"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  4. "অভিনেত্রী বনশ্রী ও রানি সরকারকে ২০ লাখ টাকা করে দিলেন প্রধানমন্ত্রী"দৈনিক কালের কণ্ঠ। নভেম্বর ১৯, ২০১৪। সংগ্রহের তারিখ নভেম্বর ২১, ২০১৪