বনলতা সেন (চক্রবর্তী)

বিপ্লবী নারী।

বনলতা সেন (ডিসেম্বর, ১৯১৫ - ১ ফেব্রুয়ারি, ১৯৮৮) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব।[১]

বনলতা সেন (চক্রবর্তী)
জন্মডিসেম্বর, ১৯১৫
কার্তিকপুর গ্রাম, ফরিদপুর, ব্রিটিশ ভারত, (বর্তমান বাংলাদেশ বাংলাদেশ)
মৃত্যু১ ফেব্রুয়ারি, ১৯৮৮
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত)
 ভারত
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি, ভারতের ছাত্র ফেডারেশন
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • কালীপ্রসন্ন সেন (পিতা)
  • সরোজিনী দেবী (মাতা)

জন্ম ও পরিবার সম্পাদনা

বনলতা সেন ১৯০৫ সালে ফরিদপুর জেলার কার্তিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কালীপ্রসন্ন সেন ও মাতার নাম সরোজিনী দেবী। তার পরিবার স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিল সে কারণে তিনিও ছোটবেলা থেকে স্বদেশপ্রীতিতে উদ্বুদ্ধ হন।[২]

রাজনৈতিক জীবন সম্পাদনা

১৯৩০ সালে 'লবণ আইন অমান্য আন্দোলন' শুরু হয়। সে সময় তিনি অনুশীলন সমিতি যুক্ত হন। ১৯৩৭ সালে বন্দি মুক্তি আন্দোলন, ভারতের ছাত্র ফেডারেশন, এর সাথে যুক্ত ছিলেন। ১৯৪২ সালে তিনি গ্রেপ্তার হন। ১৯৪৫ সালে মুক্তি পান। ১৯৪৬ সালে দাঙ্গার সময় তিনি রিলিফের কাজ করেন। নানা স্থানে শ্রমিক আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। মহিলাদের মাঝে কাজ গড়ে তোলার জন্য বিভিন্ন মহিলা সংগঠনে যুক্ত ছিলেন।[২]

মৃত্যু সম্পাদনা

বনলতা সেন ১ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে মারা যান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী (ঢাকা বইমেলা ২০০৪)। জেলে ত্রিশ বছর, পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম,ঢাকা: ধ্রুপদ সাহিত্যাঙ্গণ। পৃষ্ঠা ২২০। আইএসবিএন 984-8457-00-3  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য);
  2. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২২২-২২৩। আইএসবিএন 978-81-85459-82-0