বড়বিহানালী ইউনিয়ন

রাজশাহী জেলার বাগমারা উপজেলার একটি ইউনিয়ন

বড়বিহানালী রাজশাহী জেলার বাগমারা উপজেলার ৪ নং ইউনিয়ন। এই ইউনিয়নের অন্তঃভুক্ত গ্রাম সমূহ হলঃ বড়বিহানালী, নিচুপাড়া, কাজিপাড়া, বাগান্না, খালিশপুর, মাঝগ্রাম, হরিনমারা, বড়কয়া, ছোটকয়া, কহিতপাড়া, মন্দিয়াল, মৃধাপাড়া, কুলিবাড়ি ও মুরারীপাড়া।

বড়বিহানালী ইউনিয়ন
ইউনিয়ন
৫ নং দ্বীপপুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলারাজশাহী জেলা
উপজেলাবাগমারা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

অবস্থান সম্পাদনা

এই ইউনিয়নের পূর্বে ঝিকড়া ইউনিয়ন, উত্তরে আত্রাই উপজেলার হাটকালু পাড়া ইউনিয়ন, পশ্চিমে দ্বিপপুর ইউনিয়ন, দক্ষিণে ভবানিগঞ্জ পৌরসভা অবস্থিত।

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

অবকাঠামো সম্পাদনা

১ বড়বিহানালি গ্রামে ১ টি উচ্চবিদ্যালয় , ১ টি বালিকা উচ্চবিদ্যালয়, ১ টি কারিগরি শিক্ষা উচ্চবিদ্যালয় ১ টি হাফেজিয়া মাদ্রাসা ও ১ টি দাখিল মাদ্রাসা আছে। ২ নিচুপাড়া গ্রামে ২ মসজিদ আছে।

তথ্যসূত্র সম্পাদনা