বড়নাল ইউনিয়ন
বড়নাল বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত মাটিরাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন।
বড়নাল | |
---|---|
ইউনিয়ন | |
৩নং বড়নাল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বড়নাল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১২′৮″ উত্তর ৯১°৪৮′৪৪″ পূর্ব / ২৩.২০২২২° উত্তর ৯১.৮১২২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | খাগড়াছড়ি জেলা |
উপজেলা | মাটিরাঙ্গা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ আলী আকবর |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৪৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাজনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১১,১০৫জন। এর মধ্যে ৮,৫৯২জন মুসলিম, ১,৩০২জন হিন্দু, ১,১৯৭জন বৌদ্ধ, ১৫জন খ্রিস্টান। [১]
অবস্থান ও সীমানা
সম্পাদনামাটিরাঙ্গা উপজেলার মধ্যাংশে বড়নাল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে আমতলী ইউনিয়ন, পূর্বে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন, উত্তরে তবলছড়ি ইউনিয়ন এবং পশ্চিমে তবলছড়ি ইউনিয়ন ও ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবড়নাল ইউনিয়ন মাটিরাঙ্গা উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মাটিরাঙ্গা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাবড়নাল ইউনিয়নের মধ্যে একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো বড়নাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে বর্তমানে কলা,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান চলছে। এই তিনটি বিভাগে ২০২১ খি্রস্টাব্দে মাধ্যমিক পর্যায়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড হতে পাঠদান অনুমতি লাভ।
কলেজ
সম্পাদনা- তবলছড়ি গ্রীন হিল কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
সম্পাদনা- তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়
- বড়নাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়
- যামিনী পাড়া বর্ডার গার্ড নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
সম্পাদনা- বর্ণাল ডাকবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফুলকুড়িঁ বিদ্যা নিকেতন
- থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তৈলাফাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাসড়ক পথই যোগাযোগের একমাত্র মাধ্যম। পূর্বে উক্ত ইউনিয়নের পশ্চিমে অবস্থিত ফেনী নদী দিয়ে চলাচল থাকলেও সড়ক পথের উন্নয়ন ও নিরাপত্তার বিষয় সহ সামগ্রিক অসুবিধার কারণে এই জলপথ এখন আর ব্যবহৃত হয়না।
খাল ও নদী
সম্পাদনাতৈলাফাং, ফেনী নদী
হাট-বাজার
সম্পাদনাডাকবাংলা বাজার, বড়নাল বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা- বড়গ্রামের ঝর্ণা ও বড়কুম
জনপ্রতিনিধি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |