বঙ্গমাতা (কবিতা)

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা

বঙ্গমাতা[১] হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত বাংলা কবিতা।[২][৩] এটি তার চৈতালি (১৮৯৬) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।[৪] কবিতায় মোট ১৪টি লাইন আছে।[২][৩]

বঙ্গমাতা 
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত
দেশভারত
ভাষাবাংলা
ধরনকবিতা
লাইন১৪

প্রেক্ষাপট সম্পাদনা

ভারতে ব্রিটিশ রাজের সময়ে রবীন্দ্রনাথ বঙ্গমাতা কবিতাটি রচনা করেন। তিনি অসন্তুষ্ট হয়ে এই কামনা করেন যেন বাঙালিরা বঙ্গদেশের প্রতি কর্তব্য ঠিকভাবে পালন করে।[৫][৬]

কবিতা সম্পাদনা

পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে
মানুষ হইতে দাও তোমার সন্তানে
হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহক্রোড়ে
চিরশিশু করে আর রাখিয়ো না ধরে।
দেশদেশান্তর-মাঝে যার যেথা স্থান
খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান।
পদে পদে ছোটো ছোটো নিষেধের ডোরে
বেঁধে বেঁধে রাখিয়ো না ভালোছেলে করে।
প্রাণ দিয়ে, দুঃখ স'য়ে, আপনার হাতে
সংগ্রাম করিতে দাও ভালোমন্দ-সাথে।
শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে
দাও সবে গৃহছাড়া লক্ষ্মীছাড়া ক'রে।
সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।[২][৩]

বর্তমানকালের প্রাসঙ্গিকতা সম্পাদনা

বাঙালিরা তাদের মাতৃভাষা বাংলা ও বাঙালির সংস্কৃতিকে অবজ্ঞা করায় রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতা কবিতাটিকে বর্তমানে আবারও প্রাসঙ্গিক হিসেবে ধরা হয়।[৭][৮][৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bangabandhu's January 10, 1972 speech in translation"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  2. "চৈতালি - বঙ্গমাতা | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  3. "বঙ্গমাতা - রবীন্দ্রনাথ ঠাকুর"www.bangla-kobita.com। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  4. Patel, Ilaxi (২০১৩-০১-২১)। "POEMS BY Rabindranath Tagore"Kidsfreesouls | Newspaper for Kids with Resources for Parents and Teachers (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২ 
  5. "বঙ্গবন্ধুর ভাবনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর"print.thesangbad.net (ইংরেজি ভাষায়)। ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  6. aparjan (২৫ মে ২০১৯)। "বঙ্গমাতা - অমিতাভ প্রহরাজ"অপরজন (ইংরেজি ভাষায়)। ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  7. "দৈনিক জনকন্ঠ || আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেলেও অবজ্ঞার শিকার বাংলা"দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৭ 
  8. "আমার চোখে বিশ্ব: বাংলা নিয়ে 'গরব' নাই, আশাও নাই"BBC News বাংলা। ২০১৯-০২-০১। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৭ 
  9. web@somoynews.tv। "মাতৃভাষার অপমান কোনোভাবে সহ্য করা যায় না: প্রধানমন্ত্রী"somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৭ 

বহিঃসংযোগ সম্পাদনা