বগুড়া বিমানবন্দর
বগুড়া বিমানবন্দর (আইসিএও: VGBG) বগুড়া শহরের ৭ কি.মি. (৪.৩ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত একটি সর্বসাধারণ বিমানবন্দর। এটি বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় অবস্থিত। এই বিমানবন্দরটি ২০০০ সালে চালু হবার কথা থাকলেও এখন পর্যন্ত চালু হয়নি।[৩]
বগুড়া বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | সর্বসাধারণ | ||||||||||
পরিচালক | বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ | ||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | বগুড়া | ||||||||||
অবস্থান | বগুড়া | ||||||||||
চালু | ১২ মার্চ ২০০৫ | ||||||||||
এএমএসএল উচ্চতা | ৬৫ ফুট / ২০ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ২৪°৫২′০.৪″ উত্তর ৮৯°১৮′৫৯.৫″ পূর্ব / ২৪.৮৬৬৭৭৮° উত্তর ৮৯.৩১৬৫২৮° পূর্ব | ||||||||||
ওয়েবসাইট | অনুমোদনের অপেক্ষায় | ||||||||||
মানচিত্র | |||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
ইতিহাস
সম্পাদনা১৯৯১-১৯৯৬ বাংলাদেশ সরকার বগুড়াকে মডেল জেলায় পরিণত করার প্রকল্প গ্রহণ করে। সেই লক্ষ্যে বগুড়া সদর উপজেলার পশ্চিমে এরুলিয়া ইউনিয়নে বগুড়া - সান্তাহার মহাসড়কের পাশে এরুলিয়ায় বিমানবন্দর নির্মাণ করার প্রকল্প একনেক সভায় অনুমোদন দেয় সরকার। পরবর্তীতে এরুলিয়া মৌজায় ১০৯ দশমিক ৮১ একর ভূমি অধিগ্রহণ করা হয় বিমানবন্দর নির্মাণের জন্য। প্রকল্পের আওতায় ছিল ৫ হাজার ফুট দৈর্ঘ্য ও ৬০০ ফুট প্রস্থ রানওয়ে নির্মাণ, অফিস ভবন নির্মাণ, মূল ভূমি নির্মাণ, কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তাঘাট নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ। ১৯৯৬ সালে নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০০ সালে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকে। পরবর্তীতে বিমানবন্দরে বাণিজ্যিকভাবে বিমান পরিবহন আর চালু হয়নি।[৩][৪]
২০০৯ সালের ২২ অক্টোবর, বাংলাদেশ বিমান বাহিনীর একটি পিটি-৬ প্রশিক্ষণ বিমান বগুড়া থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ইঞ্জিনের সমস্যা অনুভব করে। এটি রানওয়েতে সংঘর্ষ অবতরণ করেছিল এবং উল্টে গিয়েছিল, বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পাইলট এবং সহ-পাইলট আহত হয়েছিল।[৫]
বিমান সংস্থা এবং গন্তব্য
সম্পাদনাবর্তমানে কোন এয়ারলাইন্স দ্বারা পরিচালিত কোন নির্ধারিত ফ্লাইট নেই।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Airport record for Bogra Airport ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ অক্টোবর ২০১৪ তারিখে at Landings.com. Retrieved 2013-08-08
- ↑ গুগল (২০১৩-০৮-০৮)। "গুগল মানচিত্র" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০৮।
- ↑ ক খ "বগুড়া বিমানবন্দর চালু করা এখন সময়ের দাবি"। www.bhorerkagoj.com। ১৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বগুড়া বিমানবন্দর চালু হবে কবে?"। কালের কণ্ঠ। ৩ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- ↑ Report, Star (২০০৯-১০-২২)। "BAF training plane crashes in Bogra"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০২।
বাংলাদেশের বিমানবন্দর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |