বগুড়া বিমানবন্দর

বগুড়া বিমানবন্দর (আইসিএও: VGBG) বগুড়া শহরের ৭ কি.মি. (৪.৩ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত একটি সর্বসাধারণ বিমানবন্দর। এটি বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় অবস্থিত। এই বিমানবন্দরটি ২০০০ সালে চালু হবার কথা থাকলেও এখন পর্যন্ত চালু হয়নি।[৩]

বগুড়া বিমানবন্দর
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনসর্বসাধারণ
পরিচালকবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
পরিষেবাপ্রাপ্ত এলাকাবগুড়া
অবস্থানবগুড়া
চালু১২ মার্চ ২০০৫ (2005-03-12)
এএমএসএল উচ্চতা৬৫ ফুট / ২০ মিটার
স্থানাঙ্ক২৪°৫২′০.৪″ উত্তর ৮৯°১৮′৫৯.৫″ পূর্ব / ২৪.৮৬৬৭৭৮° উত্তর ৮৯.৩১৬৫২৮° পূর্ব / 24.866778; 89.316528 (বগুড়া বিমানবন্দর)
ওয়েবসাইটঅনুমোদনের অপেক্ষায়
মানচিত্র
VGBG বাংলাদেশ-এ অবস্থিত
VGBG
VGBG
বাংলাদেশে অবস্থান
রানওয়ে
দিক দৈর্ঘ্য পৃষ্ঠতল
ফুট মি
১২/৩০ ২,৯৯০ ৯১১ পিচ
সূত্র: Landings.com[১][২]
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষক বিমান পিটি-০৬ ২০১৬ সালের সেপ্টেম্বরে বগুড়া বিমানবন্দরে অবতরণ করে।

ইতিহাস সম্পাদনা

১৯৯১-১৯৯৬ বাংলাদেশ সরকার বগুড়াকে মডেল জেলায় পরিণত করার প্রকল্প গ্রহণ করে। সেই লক্ষ্যে বগুড়া সদর উপজেলার পশ্চিমে এরুলিয়া ইউনিয়নে বগুড়া - সান্তাহার মহাসড়কের পাশে এরুলিয়ায় বিমানবন্দর নির্মাণ করার প্রকল্প একনেক সভায় অনুমোদন দেয় সরকার। পরবর্তীতে এরুলিয়া মৌজায় ১০৯ দশমিক ৮১ একর ভূমি অধিগ্রহণ করা হয় বিমানবন্দর নির্মাণের জন্য। প্রকল্পের আওতায় ছিল ৫ হাজার ফুট দৈর্ঘ্য ও ৬০০ ফুট প্রস্থ রানওয়ে নির্মাণ, অফিস ভবন নির্মাণ, মূল ভূমি নির্মাণ, কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তাঘাট নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ। ১৯৯৬ সালে নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০০ সালে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকে। পরবর্তীতে বিমানবন্দরে বাণিজ্যিকভাবে বিমান পরিবহন আর চালু হয়নি।[৩][৪]

২০০৯ সালের ২২ অক্টোবর, বাংলাদেশ বিমান বাহিনীর একটি পিটি-৬ প্রশিক্ষণ বিমান বগুড়া থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ইঞ্জিনের সমস্যা অনুভব করে। এটি রানওয়েতে সংঘর্ষ অবতরণ করেছিল এবং উল্টে গিয়েছিল, বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পাইলট এবং সহ-পাইলট আহত হয়েছিল।[৫]

বিমান সংস্থা এবং গন্তব্য সম্পাদনা

বর্তমানে কোন এয়ারলাইন্স দ্বারা পরিচালিত কোন নির্ধারিত ফ্লাইট নেই।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Airport record for Bogra Airport ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ অক্টোবর ২০১৪ তারিখে at Landings.com. Retrieved 2013-08-08
  2. গুগল (২০১৩-০৮-০৮)। "গুগল মানচিত্র" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০৮ 
  3. "বগুড়া বিমানবন্দর চালু করা এখন সময়ের দাবি"www.bhorerkagoj.com। ১৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "বগুড়া বিমানবন্দর চালু হবে কবে?"কালের কণ্ঠ। ৩ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  5. Report, Star (২০০৯-১০-২২)। "BAF training plane crashes in Bogra"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০২