বকো বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

বকো বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি তপসিলি জাতির সদস্যের জন্য সংরক্ষিত।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫১ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (নয় বার)।

বকো
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪৮ নং চিহ্নিত কেন্দ্রটি বকো
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪৮ নং চিহ্নিত কেন্দ্রটি বকো
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগনিম্ন আসাম
জেলাকামরূপ
কেন্দ্র নং.৪৮
লোকসভা কেন্দ্র১. গৌহাটী
নির্বাচনী বছর২,৩৬,৬৬১ (২০২১)

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,৩৬,৬৬১ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,১৯,৬৩১ জন এবং নারী ভোটার ১,১৭,০২৩ জন। এছাড়াও সাতজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। বকো বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৭৮।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৯৮,১৯০ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,০১,০৮৪ জন এবং নারী ভোটার ৯৭,১০৬ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৭০,৩৩৪ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৫,৯৮৪ জন এবং নারী ভোটার ৮৪,৩৫০ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন[৪] বিধায়ক দল সময়কাল
২০২১ নন্দিতা দাস আইএনসি ২০১৬-বর্তমান
২০১৬
২০১১ গোপীনাথ দাস এআইইউডিএফ ২০১১-১৬
২০০৬ জ্যোতি প্রসাদ দাস অগপ ২০০৬-১১
২০০১ গোপীনাথ দাস আইএনসি ২০০১-০৬
১৯৯৬ জ্যোতি প্রসাদ দাস অগপ ১৯৯৬-০১
১৯৯১ গোপীনাথ দাস আইএনসি ১৯৮৫-৯৬
১৯৮৫ স্বতন্ত্র
১৯৮৩ উপেন্দ্র দাস আইএনসি ১৯৮৩-৮৫
১৯৭৮ উমেশ চন্দ্র দাস জেপি ১৯৭৮-৮৩
১৯৭২ প্রবীণ কুমার চৌধুরী আইএনসি ১৯৬২-৭৮
১৯৬৭
১৯৬২
১৯৫৭ রাধাচরণ চৌধুরী ১৯৫২-৬২
১৯৫১ এসপি

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : বকো[৫]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস নন্দিতা দাস ১,২০,৬১৩ ৫৮.৮২% +১৯.১৩
অগপ জ্যোতি প্রসাদ দাস ৬৮,১৪৭ ৩৩.২৩% +৩.৫২
তৃণমূল গোপীনাথ দাস ১২,৫৭১ ৬.১৩% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৩,৭৩৫ ১.৮২%
জয়ের ব্যবধান ৫২,৪৬৬ ২৫.৫৯%
ভোটার উপস্থিতি ২,০৫,০৬৬ ৮৬.৪৫% -২.৬০
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : বকো
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস নন্দিতা দাস ৬৯,৯৮৬ ৩৯.৬৯ +৮.৭৪
অগপ জ্যোতি প্রসাদ দাস ৫২,৩৯২ ২৯.৭১ +১২.৬৫
গণতান্ত্রিক মোর্চা গোপীনাথ দাস ৪২,৩৩৮ ২৪.০১ -১৪.৫১
স্বতন্ত্র ড. ঘনশ্যাম দাস ৫,৭৯৪ ৩.২৮ অপ্রযোজ্য
স্বতন্ত্র অনির্বাণ দাস ২,৭৯৬ ১.৫৮ অপ্রযোজ্য
স্বতন্ত্র নীতীশ রঞ্জন দাস ১,১৪৮ ০.৬৫ অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৮৫১ ১.০৪ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ১৭,৫৯৪ ৯.৯৮ +২.৪১
ভোটার উপস্থিতি ১,৭৬,৩০৫ ৮৯.০৫ +৫.৭৮
গণতান্ত্রিক মোর্চা থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Boko constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/boko-election-result-s03a048/
  4. "List of Wiining MLA's from Boko Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।