ফ্রেদেরিক পাসি

ফরাসী অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ

ফ্রেদেরিক পাসি (ফরাসি: Frédéric Passy) (জন্ম: ২০ মে, ১৮২২ – মৃত্যু: ১২ জুন ১৯১২) ছিলেন একজন ফরাসী অর্থনীতিবিদ এবং শান্তিকর্মী। ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তিত হলে তিনি অঁরি দ্যুনঁ'র সাথে যৌথভাবে শান্তিতে এটি লাভ করেন।

ফ্রেদেরিক পাসি
জন্ম
ফ্রেদেরিক পাসি

(১৮২২-০৫-২০)২০ মে ১৮২২
মৃত্যু১২ জুন ১৯১২(1912-06-12) (বয়স ৯০)
জাতীয়তাফরাসি
পেশাঅর্থনীতিবিদ
পুরস্কারনোবেল শান্তি পুরস্কার (১৯০১)

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

কর্মজীবন সম্পাদনা

গবেষণা সম্পাদনা

রচনাবলী সম্পাদনা

  • মেলঁজ একোনোমিক (Mélanges économiques; "অর্থনৈতিক মিশ্রণ") (১৮৫৭)
  • দ্য লা প্রোপ্রিয়েতে আঁতেলেক্ত্যুয়েল (De la Propriété Intellectuelle; "মেধা সম্পত্তি প্রসঙ্গে") (১৮৫৯)
  • দ্য লঁসেইনমঁ ওবলিগাতোয়ার (De l'Enseignement obligatoire; "বাধ্যতামূলক শিক্ষা প্রসঙ্গে") (১৮৫৯)
  • ল্যসোঁ দেকোনোমি পলিতিক (Leçons d'économie politique; "রাজনৈতিক অর্থনীতির পাঠসমূহ") (১৮৬০-৬১)
  • লা দেমোক্রাসি এ লাঁস্ত্রুক্‌সিওঁ (La Démocratie et l'Instruction; "গণতন্ত্র ও শিক্ষা") (১৮৬৪)
  • লা গের এ লা পে (La Guerre et la Paix; "যুদ্ধ ও শান্তি") (১৮৬৭)
  • মালত্যুস এ সা দক্‌ত্রিন (Malthus et sa Doctrine; "ম্যালথাস ও তাঁর মতবাদ") (১৮৬৮)
  • লিস্তোয়ার দ্যু ত্রাভাই (L'Histoire du Travail; "শ্রমের ইতিহাস") (১৮৭৩)
  • লা সোলিদারিতে দ্যু ত্রাভাই এ দ্যু কাপিতাল' (La Solidarité du Travail et du Capital; "শ্রম ও পুঁজির ভ্রাতৃত্ব") (১৮৭৫)
  • লিস্তোয়ার এ লে সিয়ঁস মোরাল এ পলিতিক (L'Histoire et les sciences morales et politiques; "নীতিশাস্ত্র ও রাষ্ট্রতত্ত্বের ইতিহাস") (১৮৭৯)
  • ল্য প্যতি পুসে দ্যু দিজ্‌ন্যভিয়েম সিয়েকল (Le Petit Poucet du 19ième Siècle: George Stephenson; "১৯শ শতকের চুনোপুঁটি: জর্জ স্টিভেনসন") (১৮৮১)
  • ইস্তোরিক দ্যু মুভ্‌মঁ দ্য লা পে (Historique du mouvement de la paix; "শান্তি আন্দোলনের ইতিহাস") (১৯০৫)

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহি:সংযোগ সম্পাদনা