ফ্রাঙ্ক রিবেরি
ফরাসি ফুটবলার
(ফ্রাংক রিবেরি থেকে পুনর্নির্দেশিত)
ফ্রাঙ্ক বিলাল রিবেরি (Franck Bilal Ribéry) (এপ্রিল ১, ১৯৮৩) একজন ফরাসি ফুটবল খেলোয়াড়। তিনি বায়ার্ন মিউনিখ দলে আক্রমণাত্মক ভূমিকায় খেলে থাকেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে তিনি ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন।
![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্রাঙ্ক বিলাল রিবেরি | ||
উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | বায়ার্ন মিউনিখ | ||
জার্সি নম্বর | ৭ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
সাল | দল | ম্যাচ (গোল) | |
২০০১-২০০২ ২০০২-২০০৩ ২০০৩-২০০৪ ২০০৪-২০০৫ ২০০৫ ২০০৫-২০০৭ ২০০৭- |
US Boulogne Olympique Alès Stade Brestois 29 FC Metz গ্যালাতাসারে এস.কে. অলিম্পিক ডি মার্সেই বায়ার্ন মিউনিখ |
২৪ ১৮ (১) ৩৫ (৩) ২০ (২) ১৪ (০) ৬০ (১১) ১০ (২) (৫) | |
জাতীয় দল‡ | |||
২০০৬- | ফ্রান্স | ২৩ (২) | |
* শুধুমাত্র ঘরোয়া লীগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 20 October 2007 তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 17 October 2007 তারিখ অনুযায়ী সঠিক। |
ফ্রাঙ্ক রিবেরির দুই বছর বয়সে গুরুতর সড়ক দুর্ঘটনায় পতিত হন। এর পর থেকে তার মুখে অনেক ক্ষতচিহ্ন থেকে যায়।
ব্যক্তিগত জীবনসম্পাদনা
রিবেরির স্ত্রী ওয়াহিবা মরোক্কোর বংশোদ্ভুত। রিবেরি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তাদের একটি কন্যা সন্তান হিজিয়া (Hizya) রয়েছে।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |