ফ্রাংকো বারেসি
ইতালীয় ফুটবলার
ফ্রাংকো বারেসি (ইতালীয়: Franceschino Baresi) (জন্ম ৮ মে ১৯৬০, ত্রাভাইলিতো, ব্রেশা) এসি মিলান ও ইতালীয় জাতীয় দলের প্রাক্তন রক্ষণভাগের খেলোয়াড়। বর্তমানে তিনি ইতালীয় যুব দলের প্রশিক্ষক। বারেসিকে ফুটবলের ইতিহাসের সেরা রক্ষণাত্মক খেলোয়াড়দের একজন হিসেবে গণ্য করা হয়। ইতালীয়রা তাকে পিস্কিনিন "piscinin" ডাকনামে ডেকে থাকে।
![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | Franchino Baresi | ||
জন্ম | মে ৮, ১৯৬০ | ||
জন্ম স্থান | ত্রাভাইলিয়াতো, ইতালি | ||
উচ্চতা | ১৭৬ সেমি | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | অবসরপ্রাপ্ত | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
1977-1997 | AC Milan | (৫৩২ (১৬)) | |
জাতীয় দল‡ | |||
১৯৮২-১৯৯৪ | ইতালি | (৮১ (১)) | |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 18th June 2006 তারিখ অনুযায়ী সঠিক। |