ফেরেন্তসভারোসি তোরনা ক্লাব

ফেরেন্তসভারোসি তোরনা ক্লাব (সাধারণত ফেরেন্তসভারোস (হাঙ্গেরীয়: [ˈfɛrɛnt͡svaːroʃ]), ফেরেন্তসভারোসি, ফ্রাদি অথবা এফটিসি নামে পরিচিত) হচ্ছে ফেরেন্তসভারোস ভিত্তিক একটি হাঙ্গেরীয় পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে হাঙ্গেরির শীর্ষ স্তরের ফুটবল লীগ নেমজেতি বয়নকশাগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৮৯৯ সালের ৩রা মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ফেরেন্তসভারোসি তাদের সকল হোম ম্যাচ ফেরেন্তসভারোসের গ্রুপামা এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২২,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সের্হি রেবরভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন গাবোর কুবাতভহাঙ্গেরীয় রক্ষণভাগের খেলোয়াড় গের্গও লভরেনচিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ফেরেন্তসভারোসি
পূর্ণ নামফেরেন্তসভারোসি তোরনা ক্লাব
ডাকনামএফটিসি এবং ফ্রাদি, জোলদ সাসোক (সবুজ ঈগল)
জোলদ-ফেহেরেক (সবুজ এবং সাদা)
সংক্ষিপ্ত নামFTC
প্রতিষ্ঠিত৩ মে ১৮৯৯; ১২৪ বছর আগে (1899-05-03)
মাঠগ্রুপামা এরিনা[১]
ধারণক্ষমতা২২,০০০
সভাপতিহাঙ্গেরি গাবোর কুবাতভ
ম্যানেজারহাঙ্গেরি সের্হি রেবরভ
লিগনেমজেতি বয়নকশাগ ১
২০১৯–২০১ম (চ্যাম্পিয়ন)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ফেরেন্তসভারোসি এপর্যন্ত ৬৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩১টি নেমজেতি বয়নকশাগ ১, ১টি নেমজেতি বয়নকশাগ ২ এবং ২৩টি হাঙ্গেরীয় কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, ফেরেন্তসভারোসির সেরা সাফল্য হচ্ছে ১৯৭৪–৭৫ উয়েফা কাপ উইনার্স কাপের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা সোভিয়েত ক্লাব দিনামো দিয়েভের কাছে ৩–০ গোলে পরাজিত হয়েছে।

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

ইউরোপীয় সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২০ 
  2. "ক্লাবের তথ্য"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ফেরেন্তসভারোসি তোরনা ক্লাব টেমপ্লেট:নেমজেতি বয়নকশাগ ১