১৮ ফেব্রুয়ারি
তারিখ
(ফেব্রুয়ারি ১৮ থেকে পুনর্নির্দেশিত)
<< | ফেব্রুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ||
২০২৪ |
১৮ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৯তম দিন। বছর শেষ হতে আরো ৩১৬ (অধিবর্ষে ৩১৭) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১১২৩ - সম্রাট ফ্রেডরিক জেরুজালেম দখল করেন।
- ১৫৩৬ - ফ্রান্স ও তুরস্ক বাণিজ্য চুক্তি করে।
- ১৭৮৭ - অস্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করেন।
- ১৮৩৯ - ডেট্রয়েট বোট ক্লাব গঠিত হয়।
- ১৮৬১ - প্রথম ইতালিয় পার্লামেন্ট অধিবেশন শুরু হয়।
- ১৮৮৫ - মার্ক টোয়েনের বিখ্যাত বই এডভেঞ্চার অব হাকলবেরি ফিন প্রকাশিত হয়।
- ১৮৯৭ - শিকাগো ধর্মসভা থেকে স্বামী বিবেকানন্দ এম এস মোম্বাসা জাহাজে সন্ধ্যায় বজবজে ফেরেন। কলকাতা ফেরার উপায় না থাকায় জাহাজেই রাত্রিযাপন করেন।
- ১৯০০ - বোয়ের যুদ্ধে পারডারবাগে ৪ শ’ লোকসহ পিয়েত ক্রোনিয়ের বৃটিশদের কাছে আত্মসমর্পণ করেন।
- ১৯১৫ - ডুবোজাহাজের মাধ্যমে জার্মানির ব্রিটেন অবরোধ শুরু হয়।
- ১৯২১ - ব্রিটিশ সৈন্যরা ডাকলিন দখল করে।
- ১৯২৬ - বিখ্যাত রীফ নেতা আবদুল করিম খাত্তাবি ফ্রান্স এবং স্পেনীয় যৌথ বাহিনীর হাতে পরাজিত হন।
- ১৯৩০ - প্লুটো আবিষ্কৃত হয়।
- ১৯৩৪ - আলজেরিয়ার বিখ্যাত যোদ্ধা আমির আবদুল কাদেরর হাতে আগ্রাসী ফরাসি সেনারা শোচনীয়ভাবে পর্যুদস্ত হয়।
- ১৯৪২ - জাপানি সৈন্যরা বালিতে অবতরণ করে।
- ১৯৫১ - নেপাল সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা।
- ১৯৬৫ - গাম্বিয়ার স্বাধীনতা লাভ করে।
- ১৯৬৯ - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন।
- ১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আফগানিস্তান।
- ১৯৭৬ - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়।
- ১৯৭৯ - বাংলাদেশের জাতীয় পরিষদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- ১৯৮৮ - রাশিয়ার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো থেকে বরিস ইয়েলৎসিনকে বরখাস্ত করে।
- ১৯৮৯ - আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করে।
- ১৯৯১ - কেনিয়ায় গ্রিস দূতাবাসে লুকিয়ে থাকার ৩ দিন পর তুরস্কের কুর্দি নেতা আবদুল্লাহ ওজালানকে গ্রেফতার করা হয়।
- ১৯৯৩ - হাইতিতে ফেরি ডুবে দু’হাজার লোকের মৃত্যু ঘটে।
- ১৯৯৭ - বাংলাদেশে প্রথম বেসরকারি বিমান সংস্থার যাত্রীবহন শুরু হয়।
জন্ম
সম্পাদনা- ১৩৭৪ - সেইন্ট জাডুইগার, পোল্যান্ডের রানি।
- ১৪৮৬ - শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বৈষ্ণব সন্ন্যসী ও ধর্মগুরু, ভারতে গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক।(মৃ.১৫৩৩)
- ১৭৪৫ - আলেসান্দ্রো ভোল্টা, ইতালীয় পদার্থবিজ্ঞানী।
- ১৮৩০ - হ্যালহেড, বাংলা ভাষা ও সাহিত্যের স্মরণীয় ব্যক্তিত্ব।
- ১৮৩৬ - প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। (মৃ.১৮৮৬)
- ১৮৩৮ - আর্নস্ট মাখ, অস্ট্রীয় পদার্থবিদ, দার্শনিক ও মনোবিদ।
- ১৮৯৪ - রফি আহমেদ কিদোয়াই, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী রাজনীতিক ও সমাজতান্ত্রিক ব্যক্তি। (মৃ.১৯৫৪)
- ১৯২৭ - মহম্মদ খৈয়াম হাশমি, ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার। (মৃ. ২০১৯)
- ১৯৩৭ - আনিসুজ্জামান, বাংলাদেশি শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক। (মৃ. ২০২০)
- ১৯৫২ - আনিসুজ্জামান, বাংলাদেশী শিক্ষাবিদ ও লেখক।
- ১৯৮২ - গায়ত্রী মহন্ত, ভারতের অসম রাজ্যের চলচ্চিত্র অভিনেত্রী।
মৃত্যু
সম্পাদনা- ১২৯৪ - মোঙ্গল সম্রাট কুবলাই খানের মৃত্যু হয়।
- ১৫৪৬ - প্রোটেস্ট্যান্ট ধর্মের সংস্কারক জার্মান ধর্মতাত্ত্বিক মার্টিন লুথারের মৃত্যু হয়।
- ১৫৬৪ - মাইকেলেঞ্জেলো, ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। (জ.১৪৭৫)
- ১৮৫১ - কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, জার্মান গণিতবিদ।
- ১৯৪৯ - নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী।
- ১৯৬৯ - মোহাম্মদ শামসুজ্জোহা, বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক।
- ১৯৭৪ - মুক্তিসংগ্রামী, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায় প্রয়াত হন।(জ.১৮৯৮)
- ১৯৭৭ - বাংলা সিনেমার নেতৃস্থানীয় অভিনেত্রী কাবেরি বসু। (জ.১৯৩৮)
- ১৯৯৭ জ্ঞানপ্রকাশ ঘোষ হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের (ফারুকাবাদ ঘরানার) সঙ্গীতশিল্পী।(জ.১৯০৯)
- ২০১৬ - আবদুল রশিদ খান,ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী। (মৃ.১৯০৮)
ছুটি ও অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |