ফুন-ত্শোগ্স-দ্পাল-ব্জাং

ফুন-ত্শোগ্স-দ্পাল-ব্জাং (ওয়াইলি: phun tshogs dpal bzang) (১৩০৪-১৩৭৭) তিব্বতী বৌদ্ধধর্মের জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের চৌদ্দজন প্রধান শিষ্যের একজন ছিলেন যিনি কালচক্র সম্বন্ধে পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

ফুন-ত্শোগ্স-দ্পাল-ব্জাং ১৩০৪ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের 'ফান-য়ুল (ওয়াইলি: 'phan yul) নামক স্থানে জন্মগ্রহণ করেন। সতেরো বছর বয়সে তিনি স্তাগ-লুং বৌদ্ধবিহারে দীক্ষা নেন এবং প্রজ্ঞাপারমিতা, বিনয় ও অভিধর্ম সম্বন্ধে অধ্যয়ন করেন। তিনি ম্ত্শুর-ফু (ওয়াইলি: mtshur phu) বৌদ্ধবিহারে কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর তৃতীয় র্গ্যাল-বা-কার্মা-পা রাং-'ব্যুং-র্দো-র্জের নিকট হেবজ্র তন্ত্রের ওপর লিখিত গুর-ব্র্তাগ-সাম-গ্সুম (ওয়াইলি: gur brtag sam gsum) নামক তিব্বতী পুঁথি ও যমারি সাধন পদ্ধতি এবং প্রথম ঝ্বা-দ্মার-পা গ্রাগ্স-পা-সেং-গের নিকট নারো পার ছয় যোগ, নিগুমার ছয় যোগ, বজ্রবরাহী সাধন পদ্ধতি, চক্রসম্বরগুহ্যসমাজতন্ত্র সম্বন্ধে অধ্যয়ন করেন। এরপর তিনি জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের নিকট কালচক্র, বিমলপ্রভা টীকাভাষ্য ও গুহ্যসমাজতন্ত্র সম্বন্ধে অধ্যয়ন করেন। দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের নিকট তিনি ভিক্ষুর শপথ গ্রহণ করেন। এছাড়াও বু-স্তোন-রিন-ছেন-গ্রুব এবং দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের অন্যতম প্রধান শিষ্য ‎ফ্যোগ্স-লাস-র্নাম-র্গ্যাল তার শিক্ষক ছিলেন। ১৩৬৩ খ্রিষ্টাব্দে তিনি 'বাব-রিম বৌদ্ধবিহারে কালচক্রবিমলপ্রভা টীকাভাষ্য সম্বন্ধে এবং ১৩৬৫ খ্রিষ্টাব্দে লাসা শহরে ব্লো-স্ব্যোং সম্বন্ধে শিক্ষাদান করেন। পরবর্তীকালে তিনি 'ফান-য়ুল অঞ্চলে কলপ বৌদ্ধবিহার স্থাপন করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Puntsok Pelzang"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১১