ফুটবল ক্লাব লকোমতিভ মস্কো

ফুটবল ক্লাব লকোমতিভ মস্কো (রুশ: Футбольный клуб «Локомотив» Москва, ইংরেজি: FC Lokomotiv Moscow; এছাড়াও এফসি লকোমতিভ মস্কো নামে পরিচিত) হচ্ছে মস্কো ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে। এই ক্লাবটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি লকোমতিভ মস্কো তাদের সকল হোম ম্যাচ মস্কোর আরজেডডি এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৭,৩২০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্কো নিকোলিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভ্লাদিমির লেওনচেঙ্কোক্রোয়েশীয় রক্ষণভাগের খেলোয়াড় ভেদ্রান চোরলুকা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

লকোমতিভ মস্কো
পূর্ণ নামФутбольный клуб «Локомотив» Москва
(ফুটবল ক্লাব লকোমতিভ মস্কো)
ডাকনামLoko, Parovozy (বাষ্প ইঞ্জিন)
প্রতিষ্ঠিত২৩ জুলাই ১৯২২; ১০১ বছর আগে (1922-07-23)
মাঠআরজেডডি এরিনা, মস্কো
ধারণক্ষমতা২৭,৩২০[১]
মালিকরুশ রেলওয়ে
সভাপতিরাশিয়া ভ্লাদিমির লেওনচেঙ্কো
প্রধান কোচসার্বিয়া মার্কো নিকোলিচ
লিগরুশ প্রিমিয়ার লীগ
২০১৯–২০২য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি লকোমতিভ মস্কো এপর্যন্ত ২০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি রুশ প্রিমিয়ার লীগ, ৩টি রুশ জাতীয় ফুটবল লীগ এবং ১০টি রুশ কাপ শিরোপা রয়েছে।

ইতিহাস সম্পাদনা

লকোমতিভ মস্কো ১৯২২ সালে কাজানকা (মস্কোভস্কায়া-কাজান্সকায়া জেডএইচ.ডি) হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯২৪ সালে ক্লাবটি মস্কো রেলওয়ের বেশ কয়েকটি লাইনের শক্তিশালী ফুটবল খেলোয়াড়দের কেওআর ("ক্লাব অফ দ্য অক্টোবর বিপ্লব") হিসাবে একত্রিত করে। ১৯৩১ সালে, এই ক্লাবটির কাজানকা (মস্কোভস্কায়া-কাজান্সকায়া জেডএইচ.ডি) নামে পুনরায় নামকরণ করা হয়েছিল এবং ১৯৩৬ সালে, শেষ বারের মতো এটির নাম "লকোমতিভ মস্কো"-এ পরিবর্তন করা হয়েছিল, যা আজ পর্যন্ত বিদ্যমান। কমিউনিস্ট শাসনামলে, লকোমতিভ মস্কো ক্লাবটি লকোমতিভ স্বেচ্ছাসেবী ক্রীড়া সংস্থার অংশ ছিল এবং রুশ রেলওয়ের মাধ্যমে সোভিয়েত পরিবহন মন্ত্রনালয়ের কাজের সাথে জড়িত ছিল।

খেলোয়াড় সম্পাদনা

বর্তমান দল সম্পাদনা

৩০ জানুয়ারি ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[২]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   গিলের্মে
  দিমিত্রি ঝিবগলিয়াদভ
  রায়ান ইদোভু
  বেনেডিক্ট হোভেডেস
  দিমিত্রি বারিনভ
  জেগর্জ ক্রিখোভিয়াক
  জেফারসন ফারফান
১১   আন্তোন মিরানচুক
১৪   ভেদ্রান চোরলুকা (অধিনায়ক)
১৭   রিফাত ঝেমালেতদিনভ
১৮   আলেকসান্দ্র কলোমেয়ৎসেভ
১৯   এদের
২০   ভ্লাদিস্লাভ ইগনাতেভ
নং অবস্থান খেলোয়াড়
২২   লুকা জর্জেভিচ
২৩   জুয়াও মারিও (ধারে)
২৭   মুরিলো সারকেইরা
২৮   বরিস রতেনবের্গ
৩০ গো   নিকিতা মেদভেদেভ
৩১   মাচেই রেবুস
৩৩   সলোমান ভির্কভেলিয়া
৫৯   আলেকসি মিরানচুক
৬৭   রোমান তুগারেভ
৭৭ গো   আন্তোন কোচেনকভ
৮৪   মিখাইল লিসভ
৯৪   দিমিত্রি রিবচিনস্কি

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.fclm.ru/en/club/stadium
  2. "Players"FC Lokomotiv Moscow। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা