ফুটবল ক্লাব রস্তভ
ফুটবল ক্লাব রুবিন রস্তভ (রুশ: Футбольный клуб Ростов; এছাড়াও এফসি রস্তভ অথবা শুধুমাত্র রস্তভ নামে পরিচিত) হচ্ছে রস্তভ ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে। এই ক্লাবটি ১৯৩০ সালের ১০ই মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি রস্তভ তাদের সকল হোম ম্যাচ রস্তভের রস্তভ এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৫,০০০।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভালেরিয় কারপিন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আর্তাশেস আরুতিয়ুনিয়ান্তস। বুলগেরীয় মধ্যমাঠের খেলোয়াড় রোমান এরেমেঙ্কো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | Футбольный клуб Ростов (ফুটবল ক্লাব রস্তভ) | ||
---|---|---|---|
ডাকনাম | সেলমাশি, মুঝিকি | ||
প্রতিষ্ঠিত | ১০ মে ১৯৩০ | ||
মাঠ | রস্তভ এরিনা | ||
ধারণক্ষমতা | ৪৫,০০০ | ||
মালিক | রস্তভ ওব্লাস্ট | ||
সভাপতি | আর্তাশেস আরুতিয়ুনিয়ান্তস | ||
প্রধান কোচ | ভালেরিয় কারপিন | ||
লিগ | রুশ প্রিমিয়ার লীগ | ||
২০১৯–২০ | ৫ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ঘরোয়া ফুটবলে, এফসি রস্তভ এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি রুশ জাতীয় ফুটবল লীগ এবং ১টি রুশ কাপ শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনাঘরোয়া
সম্পাদনা- চ্যাম্পিয়ন (১): ২০১৪
- চ্যাম্পিয়ন (১): ২০০৮
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Dan Ripley (২০১২-০৯-০৭)। "David Bentley joins FC Rostov – but who are they? | Mail Online"। Dailymail.co.uk। সংগ্রহের তারিখ ২০১২-০৯-২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (রুশ)