ফুটবল ক্লাব পাসোস দে ফেরেইরা

ফুতেবল ক্লুবে পাসোস দে ফেরেইরা (পর্তুগিজ উচ্চারণ: [ˈpasuʒ ðɨ fɨˈʁɐjɾɐ], ইংরেজি: FC Paços de Ferreira; এছাড়াও এফসি পাসোস দে ফেরেইরা নামে পরিচিত) হচ্ছে পাসোস দে ফেরেইরা ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯৫০ সালের ৫ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি পাসোস দে ফেরেইরা তাদের সকল হোম ম্যাচ পাসোস দে ফেরেইরার এস্তাদিও দা মাতা রিয়ালে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৯,০৭৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পেপা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন পাওলো মেনেসেস। পর্তুগিজ মধ্যমাঠের খেলোয়াড় পেদ্রিনিয়ো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

পাসোস দে ফেরেইরা
পূর্ণ নামফুতেবল ক্লুবে
পাসোস দে ফেরেইরা
ডাকনামওস কাস্তোরেস (বীবর)
পাসেন্সেস (পাসোস হতে আগত)
প্রতিষ্ঠিত৫ এপ্রিল ১৯৫০; ৭৪ বছর আগে (1950-04-05)
মাঠএস্তাদিও দা মাতা রিয়াল
ধারণক্ষমতা৯,০৭৭[]
সভাপতিপর্তুগাল পাওলো মেনেসেস
ম্যানেজারপর্তুগাল পেপা
লিগপ্রিমেইরা লিগা
২০১৯–২০১৩তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি পাসোস দে ফেরেইরা এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি লিগাপ্রো এবং ১টি পর্তুগিজ তৃতীয় বিভাগ শিরোপা রয়েছে।

রানার-আপ (১): ২০০৮–০৯
রানার-আপ (১): ২০১০–১১
রানার-আপ (১): ২০০৯
বিজয়ী (৪): ১৯৯০–৯১, ১৯৯৯–২০০০, ২০০৪–০৫, ২০১৮–১৯
বিজয়ী (১): ১৯৭৩–৭৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Archived copy"। ২১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব পাসোস দে ফেরেইরা টেমপ্লেট:প্রিমেইরা লিগা