ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৬
(ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি (৬ষ্ঠ মৌসুম) থেকে পুনর্নির্দেশিত)
ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৬ হচ্ছে ভারতীয় আপাতবাস্তব, শারীরিক কসরতভিত্তিক টেলিভিশন রিয়ালিটি অনুষ্ঠান ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ির ৬ষ্ঠ আসর।[১][২][৩][৪] এই আসরের প্রথম পর্ব ২০১৫ সালের ৭ই ফেব্রুয়ারি তারিখ হতে কালারসে প্রচারিত হয়েছে। এই আসরের শিরোনাম রাখা হয়েছিল ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি – ডর কা ব্লকবাস্টার রিটার্নস। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচারিত হয়েছিল। এই আসরের উপস্থাপক ছিলেন রোহিত শেঠী এবং দক্ষিণ আফ্রিকায় এই আসরের সকল কসরত শুটিং করা হয়েছে। ২০১৫ সালের ১২ই এপ্রিল তারিখে, আশিষ চৌধুরী এই আসরের বিজয়ী হিসেবে শিরোপা জয়লাভ করেছেন।
ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৬ | |
---|---|
![]() ফিয়ার ফ্যাক্টর- খাত্রোঁ কে খিলাড়ি ৬-এর পোস্টার | |
ধরন | আপাতবাস্তব, শারীরিক কসরত |
নির্মাতা | এন্ডেমল |
ভিত্তি | ফিয়ার ফ্যাক্টর |
উপস্থাপক | রোহিত শেঠী |
অভিনয়ে | নিচে দেখুন |
মূল দেশ | ![]() |
মূল ভাষা | হিন্দি |
নির্মাণ | |
নির্মাণের স্থান | ![]() |
ক্যামেরা সেটআপ | বহু-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | প্রায় ১ ঘণ্টা |
নির্মাণ কোম্পানি | এন্ডেমল ভারত |
পরিবেশক | ভায়াকম ১৮ |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | কালারস |
ছবির ফরম্যাট | ৫৭৬আই (এসডিটিভি) ১০৮০আই (এইচডিটিভি) |
মূল মুক্তির তারিখ | ৭ ফেব্রুয়ারি ২০১৫ ১২ এপ্রিল ২০১৫ | –
ক্রমধারা | |
পূর্ববর্তী | ৫ম আসর |
পরবর্তী | ৭ম আসর |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
প্রতিযোগীগণসম্পাদনা
প্রতিযোগী | বয়স | পেশা | চূড়ান্ত স্থান | নোট | তারিখ | |
---|---|---|---|---|---|---|
আশিষ চৌধুরী | ৩৬ | চলচ্চিত্র অভিনেতা | ১ম | বিজয়ী | ১২ এপ্রিল ২০১৫ | |
মেয়াং চ্যাং | ৩২ | টেলিভিশন উপস্থাপক | ২য় | ১ম রানার-আপ | ||
মোহাম্মদ ইকবাল খান | ৩৩ | চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা | ৩য় | ২য় রানার-আপ | ||
সাগরিকা ঘাটকে | ২৯ | চলচ্চিত্র অভিনেত্রী | ৪র্থ | ৩য় রানার-আপ | ||
আশা নেগি | ২৫ | টেলিভিশন অভিনেত্রী | ৫ম | অপনীত | ১১ এপ্রিল ২০১৫ | |
হুসাইন কুয়াজরওয়ালা | ৩৭ | টেলিভিশন উপস্থাপক | ৬ষ্ঠ | |||
রাকেশ কুমার | ৩২ | কাবাডি খেলোয়াড় | ৭ম | |||
নন্দীশ সন্ধু | ৩২ | টেলিভিশন অভিনেতা ও মডেল | ৮ম | |||
রাশমি দেসাই | ২৮ | টেলিভিশন অভিনেত্রী | ৯ম | অপনীত (পুনঃপ্রবেশ) | ৫ এপ্রিল ২০১৫ | |
সানা খান | ২৬ | চলচ্চিত্র অভিনেত্রী | ১০ম | অপনীত | ||
সালমান ইউসুফ খান | ২৯ | নৃত্যশিল্পী | ১১তম | অব্যাহতি | ২২ মার্চ ২০১৫ | |
নাতালিয়া কৌর | ২৪ | মডেল ও অভিনেত্রী | ১২তম | অপনীত | ||
রিধি ডোগরা | ৩০ | টেলিভিশন অভিনেত্রী | ১৩তম | ১৫ মার্চ ২০১৫ | ||
অর্চনা বিজয়া | ২৯ | মডেল ও টেলিভিশন উপস্থাপক | ১৪তম | ১ মার্চ ২০১৫ | ||
সিদ্ধার্থ ভরদ্বাজ | ২৭ | মডেল ও অভিনেতা | ১৫তম | ২২ ফেব্রুয়ারি ২০১৫ | ||
হর্ষদ আরোরা | ২৭ | টেলিভিশন অভিনেতা | ১৬তম | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Fear Factor Khatron ke Khiladi Darr ka Blockbuster Returns"। colors.in.com। ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Khatron Ke Khiladi Season 6: Look what contestants are up to in South Africa! (View Pics)"। ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "PIX: Meet the Khatron Ke Khiladi 6 contestants"। Rediff। ১৭ নভেম্বর ২০১৪।
- ↑ "Meet the contestants of Khatron Ke Khiladi Season 6"। english।