ফিদা (চলচ্চিত্র)

পথিকৃত বসু দ্বারা নির্মিত একটি চলচ্চিত্র

ফিদা ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। প্রযোজনা করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন যশ দাশগুপ্তসঞ্জনা বন্দ্যোপাধ্যায়[]

ফিদা
ফিদা চলচ্চিত্রের পোস্টার
Fidaa
পরিচালকপথিকৃৎ বসু
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
চিত্রনাট্যকারসৌভিক বসু
শ্রেষ্ঠাংশে
সুরকারঅরিন্দম চট্টোপাধ্যায়
সম্পাদকশুভ প্রামাণিক
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি১৩ জুলাই ২০১৮
স্থিতিকাল১৪৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

সম্পাদনা

লন্ডনে ছবিটি ইশানের ( যশ দাশগুপ্ত ) প্রেমিকার অনুসন্ধান দিয়ে শুরু হয়। যে নিখোঁজ । এরপর ছবিটি ফ্ল্যাশব্যাকে যায় । ইশান নিজের সফল কর্মজীবনের কথা বলতে শুরু করে। তবে তার প্রেম জীবন ব্যর্থ। ফ্ল্যাশব্যাকটি শুরু হয় ইশান তার কলেজের এক বন্ধুকে ফুটবল ম্যাচ চলাকালীন পেটায়। এরপর ইশান তার বন্ধুর সাথে জায়গাটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ট্রেনে তার সাথে খুশির (সঞ্জনা বন্দ্যোপাধ্যায়) দেখা হয় । যে তাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচায় । সে প্রথম দেখায় তার প্রেমে পড়ে এবং তার মন জয় করার জন্য অনেক কৌশল প্রয়োগ করে। খুশি খুব শান্ত মেয়ে এবং ইশান দস্যি ছেলে। ইশান খুশির কাছে প্রেমের প্রস্তাব দেয় এবং যাত্রা শেষ হওয়ার আগে সকালে তার উত্তর প্রত্যাশা করেছিল। কিন্তু যখন সে জেগে উঠে তখন খুশির কোনও খোঁজ পায় নি।

ইশান কলেজে যোগ দেয় এবং প্রায় ৩ মাস কেটে যায় । খুশি এখন কোথায় সে সম্পর্কে তার কোন ধারণা নেই। অবশেষে সে খুশিকে খুঁজে পায় । যে তাকে বলে যে সে কেবল ইশানের জন্য প্রচুর অর্থপ্রদান করে তার কলেজে ভর্তি হয়েছে। খুশি অনেক রকম ইশারা ইঙ্গিতে বোঝায় যে সে ইশানকে ভালবাসে । তবে ইশানকে সে ভালবাসার কথা মুখে বলে নি । যা শোনার জন্য ইশান খুব চেষ্টা করে।

তাদের প্রেম জমে ওঠে । কিন্তু শেষ পর্যন্ত ইশানের আবেগপ্রবণ প্রকৃতির কারণে তা ভেঙে যায়। ছয় বছর কেটে গেছে । ইশান একজন সফল শিক্ষার্থী। সে তার কলেজে শীর্ষস্থান অধিকারী। তবে খুশিকে সে ভুলতে পারে নি। খুশি এবং ইশান দুজনেই লন্ডনে কর্মক্ষেত্রে আবার মিলিত হয় । খুশি তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। প্রথমে ইশান তাকে পাত্তা দেয় না। কিন্তু আস্তে আস্তে তারা দু'জনে বন্ধু হয়ে যায় । তবু ইশান স্বীকার করে না যে সে এখনও খুশিকে ভালবাসে এবং খুশিকে কষ্ট দেয়।

তাদের দু'জনের মধ্যে লড়াই হয় । ৬ বছর আগে খুশিকে ইশানের দেয়া জিনিস ফিরিয়ে দেয়। ইশান খুশির দেয়া বাক্সটি খোলে । ইশান জানতে পারে যে খুশিকে সে ভালবাসা এবং ঘৃণা দিয়েছিল তা সে যত্ন করে রেখেছে । সে বুঝতে পেরেছিল যে খুশি ৬ বছর পরে ইশানের জীবন ফিরে আসার কারণ সে এখনও তাকে ভালোবাসে। সে বুঝতে পারে যে খুশি এখনও তাকে ভালবাসে । খুশি চলে গেছে বুঝতে পেরে সে খুশিকে খুঁজে বের করতে ছুটে যায়। সে দৌড়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে ট্রেন স্টেশনে গিয়ে দেখতে পায়। সে যে এখনও খুশিকে ভালবাসে তা তাকে জানায়। তারা দু জনে দুজনকে জড়িয়ে ধরে চুম্বন করে।

অভিনয়ে

সম্পাদনা

সাউন্ডট্র্যাক

সম্পাদনা
ফিদা
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
স্টুডিওশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১৭:৩৬
সঙ্গীত প্রকাশনীএসভিএফ মিউজিক
প্রযোজকশ্রীকান্ত মোহতা
ফিদা থেকে একক গান
  1. "তোমাকে[]"
    মুক্তির তারিখ: ২৬মে ২০১৮
  2. "হয়ে যেতে পারি"
    মুক্তির তারিখ: ৩১ মে ২০১৮
  3. "একা দিন"
    মুক্তির তারিখ: ১৪ জুন ২০১৮
  4. "ঠিকি ঠিকি"
    মুক্তির তারিখ: ১২ জুন ২০১৮

সকল গানের গীতিকার প্রসেন (প্রসেনজিৎ মুখোপাধ্যায়); সকল গানের সুরকার অরিন্দম চট্টোপাধ্যায়

নং.শিরোনামগায়কদৈর্ঘ্য
১."তোমাকে[]"অরিন্দম চট্টোপাধ্যায়এবং নিকিতা গান্ধী০৫:০৩
২."হয়ে যেতে পারি"অরিজিৎ সিং০৫:১২
৩."একা দিন"মিনার রহমান০৩:৪৭
৪."হয়ে যেতে পারি(নতুন করে গাওয়া)"অরিজিৎ সিং০৪:৪৭
৫."ঠিকি ঠিকি"অমিত মিশ্র০৩:২০
মোট দৈর্ঘ্য:১৭:৩৬

মুক্তি

সম্পাদনা

ছবির আনুষ্ঠানিক পোস্টার ২০১৮ সালের ২৬ মার্চ প্রকাশ করা হয়েছিল।[] এই ফার্স্ট লুক পোস্টারে সঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের মুখ সঠিকভাবে দেখানো হয়নি। তাই সমালোচক এবং শ্রোতারা মহিলা চরিত্র সম্পর্কে প্রশ্ন করেছিল। যা ফিদার জনপ্রিয়তা অর্জনে ভূমিকা রাখে।২০১৮ সালের ৭ জুন এই ছবির ট্রেলার লঞ্চ করার পর নিশ্চিত হয়ে যায় ফিদার প্রধান অভিনেত্রী নবাগতা সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। সিনেমাটি মূলত ১৫ জুন ইদে মুক্তির জন্য নির্ধারিত ছিল । কিন্তু বক্স-অফিসে বড় ধরনের সংঘর্ষ এড়াতে নির্মাতারা মুক্তির তারিখ পিছিয়ে ১৩ জুলাই করে । []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ফিদা চলচ্চিত্রের রিভিউ"টাইমস অফ ইন্ডিয়া। ১৯ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৯ 
  2. "মা হলেন 'ঠিক যেন লাভ স্টোরি'র নায়িকা, শুভেচ্ছা ভরল সৈরিতীর সোশ্যাল মিডিয়া"Asianet News Network Pvt Ltd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৩ 
  3. Sarkar, Roushni। "Fidaa song 'Tomake' is a flat composition with rhyming lyrics"Cinestaan। ৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১ 
  4. "'Fidaa' first look poster: Yash Dasgupta romances a mystery girl – Times of India" 
  5. "'Fidaa': The Yash Dasgupta starrer gets a new release date – Times of India"