ফাল্গুন

অসমিয়া, বাংলা সনের একাদশ মাস

ফাল্গুন বা ফাগুন বাংলা সনের একাদশ মাস,[১] এমনকি নেপালি বর্ষপঞ্জীরও এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ এবং সমাপনী মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়, যা বাংলাদেশ, নেপাল এবং আসামের ষষ্ঠ ও অন্তিম ঋতু। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী ফাল্গুন মাস সাধারণত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়।[২] বাংলাদেশে বাংলা বর্ষপঞ্জি কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার অনুযায়ী ২০২০ সাল থেকে সরকারি ভাবে ফাল্গুন মাস ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়।[৩]

ফাল্গুন
এই মাসে ঋতুর রাজা বসন্তের আগমন ঘটে
বর্ষপঞ্জিবাংলা বর্ষপঞ্জি
মাসের ক্রম১১
দিনের সংখ্যা২৯/৩০
ঋতুবসন্ত
গ্রেগরীয় সমতুল্যফেব্রুয়ারি-মার্চ
গুরুত্বপূর্ণ দিবসপহেলা ফাল্গুন

নামের উৎস সম্পাদনা

নামটি এসেছে উত্তরফাল্গুনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।

সংস্কৃতি সম্পাদনা

 
বাংলাদেশে বসন্ত ঋতুর আগমনে, মঞ্চে ১লা ফাল্গুন উদ্‌যাপন, ২০১৪

বাংলাদেশ সম্পাদনা

ফাল্গুনের প্রথম দিনকে বাংলাদেশে পহেলা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসেবে উদ্‌যাপন করা হয়,[৪] যা ১৯৯১ সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজন করা হয়েছিল।[৫]

ফাগ সম্পাদনা

ফাগুন মাসে হোলি উৎসবে আবীর ব্যবহার হয় বলে আবীরের অন্য নাম ফাগ

তথ্যসূত্র সম্পাদনা

  1. সৈয়দ আশরাফ আলী (২০১২)। "বাংলা বর্ষপঞ্জি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "Nepali Date Converter"। nepcal.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২১ 
  3. ভালোবাসার দিনে বসন্তবরণ, জাগো নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ১৩ ফেব্রুয়ারি ২০২০
  4. "Ushering in Pahela Falgun"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-১৪। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯ 
  5. "Falgun Fest at DU: How it all began"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-১৩। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা