ফাল্গুন
অসমিয়া, বাংলা সনের একাদশ মাস
ফাল্গুন বা ফাগুন বাংলা সনের একাদশ মাস,[১] এমনকি নেপালি বর্ষপঞ্জীরও এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ এবং সমাপনী মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়, যা বাংলাদেশ, নেপাল এবং আসামের ষষ্ঠ ও অন্তিম ঋতু। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী ফাল্গুন মাস সাধারণত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়।[২] বাংলাদেশে বাংলা বর্ষপঞ্জি কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার অনুযায়ী ২০২০ সাল থেকে সরকারি ভাবে ফাল্গুন মাস ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়।[৩]
ফাল্গুন | |
---|---|
বর্ষপঞ্জি | বাংলা বর্ষপঞ্জি |
মাসের ক্রম | ১১ |
দিনের সংখ্যা | ২৯/৩০ |
ঋতু | বসন্ত |
গ্রেগরীয় সমতুল্য | ফেব্রুয়ারি-মার্চ |
গুরুত্বপূর্ণ দিবস | পহেলা ফাল্গুন |
নামের উৎস
সম্পাদনানামটি এসেছে উত্তরফাল্গুনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।
সংস্কৃতি
সম্পাদনাবাংলাদেশ
সম্পাদনাফাল্গুনের প্রথম দিনকে বাংলাদেশে পহেলা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসেবে উদ্যাপন করা হয়,[৪] যা ১৯৯১ সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজন করা হয়েছিল।[৫]
ফাগ
সম্পাদনাফাগুন মাসে হোলি উৎসবে আবীর ব্যবহার হয় বলে আবীরের অন্য নাম ফাগ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সৈয়দ আশরাফ আলী (২০১২)। "বাংলা বর্ষপঞ্জি"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Nepali Date Converter"। nepcal.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২১।
- ↑ ভালোবাসার দিনে বসন্তবরণ, জাগো নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ১৩ ফেব্রুয়ারি ২০২০
- ↑ "Ushering in Pahela Falgun"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-১৪। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯।
- ↑ "Falgun Fest at DU: How it all began"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-১৩। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |