ফারুক হাসান
ফারুক হাসান বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র সাবেক সভাপতি ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।[১] তিনি এর আগে ২০০১-০২ ও ২০০৩--০৪ মেয়াদে পরিচালক; ২০০৯-১০ ও ২০১১-১২ মেয়াদে বিজিএমইএর সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
ফারুক হাসান | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি |
শিক্ষা | স্নাতকোত্তর |
পেশা | ব্যবসা |
প্রতিষ্ঠান | বিজিএমইএ |
পরিচিতির কারণ | বিজিএমইএ সভাপতি |
মেয়াদ | এপ্রিল ২০২১ - এপ্রিল ২০২৩ |
পূর্বসূরী | রুবানা হক |
শিক্ষা ও প্রাথমিক জীবন
সম্পাদনাতিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাফারুক হাসান ১৯৮২ সালে পোষাকশিল্পে তার কর্মজীবন শুরু করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "BGMEA | Office Bearers"। www.bgmea.com.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮।
- ↑ "Giant Group - Home"। giantbd.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮।
- ↑ "Faruque Hassan – ICC Bangladesh" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮।