ফারুক ওয়াসিফ বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলাম লেখক। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক।[][]

ফারুক ওয়াসিফ
ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে ফারুক ওয়াসিফ, ২০২৪
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৮ সেপ্টেম্বর ২০২৪
রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন
ব্যক্তিগত বিবরণ
জন্মবগুড়া, রাজশাহী, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাসাংবাদিক
যে জন্য পরিচিতবাংলাদেশী কবি ও লেখক

প্রাথমিক জীবন

সম্পাদনা

ফারুক ২২ সেপ্টেম্বর ১৯৭৫ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় বগুড়া মিশন স্কুলে। উচ্চশিক্ষার জন্য তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।[]

পেশাগত জীবন

সম্পাদনা

ফারুক ওয়াসিফ তাঁর কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে এবং দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সাহিত্য পত্রিকা ‘তৃণমূল’ সম্পাদনার সাথেও যুক্ত ছিলেন।[]

প্রকাশিত বই

সম্পাদনা
  • জল জবা জয়তুন (২০১৫)
  • বিস্মরণের চাবুক (২০১৮)
  • তমোহা পাথর (২০১৯)

প্রবন্ধ:

সম্পাদনা
  • বাসনার রাজনীতি, কল্পনার সীমা (২০১৬)
  • জীবনানন্দের মায়াবাস্তব (২০১৮)
  • জরুরি অবস্থার আমলনামা (২০০৯)
  • ইতিহাসের করুণ কঠিন ছায়াপাতের দিনে (২০১১)

অনুবাদ:

সম্পাদনা
  • সাদ্দামের শেষ জবানবন্দি (২০১৩)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পিআইবি'র মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব ফারুক ওয়াসিফ"প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) 
  2. "পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ"The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৩ 
  3. "প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)"pib.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২৪-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩০