ফারুক ওয়াসিফ
ফারুক ওয়াসিফ বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলাম লেখক। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক।[১][২]
ফারুক ওয়াসিফ | |
---|---|
![]() ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে ফারুক ওয়াসিফ, ২০২৪ | |
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৮ সেপ্টেম্বর ২০২৪ | |
রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বগুড়া, রাজশাহী, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | সাংবাদিক |
যে জন্য পরিচিত | বাংলাদেশী কবি ও লেখক |
প্রাথমিক জীবন
সম্পাদনাফারুক ২২ সেপ্টেম্বর ১৯৭৫ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় বগুড়া মিশন স্কুলে। উচ্চশিক্ষার জন্য তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।[৩]
পেশাগত জীবন
সম্পাদনাফারুক ওয়াসিফ তাঁর কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে এবং দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সাহিত্য পত্রিকা ‘তৃণমূল’ সম্পাদনার সাথেও যুক্ত ছিলেন।[৩]
প্রকাশিত বই
সম্পাদনাকবিতা:
সম্পাদনা- জল জবা জয়তুন (২০১৫)
- বিস্মরণের চাবুক (২০১৮)
- তমোহা পাথর (২০১৯)
প্রবন্ধ:
সম্পাদনা- বাসনার রাজনীতি, কল্পনার সীমা (২০১৬)
- জীবনানন্দের মায়াবাস্তব (২০১৮)
- জরুরি অবস্থার আমলনামা (২০০৯)
- ইতিহাসের করুণ কঠিন ছায়াপাতের দিনে (২০১১)
অনুবাদ:
সম্পাদনা- সাদ্দামের শেষ জবানবন্দি (২০১৩)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পিআইবি'র মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব ফারুক ওয়াসিফ"। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
- ↑ "পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ"। The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৩।
- ↑ ক খ "প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)"। pib.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২৪-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩০।