ফারহাঙ্গিয়ান বিশ্ববিদ্যালয়

ফারহাঙ্গিয়ান বিশ্ববিদ্যালয় (ফার্সি: دانشگاه فرهنگیان) হল ইরানে অবস্থিত একটি সরকারী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ৯০ টিরও বেশি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে।[১] এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা ৩৯০০০ হাজারেরও বেশি। ২০১২ সালে সকল শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রকে এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়। এবং শিক্ষা মন্ত্রণালয় এর নাম তারবিয়াত মোয়ালেম (ফার্সি: تربیت معلم) পরিবর্তন করে রাখে "ফারহাঙ্গিয়ান"(ফার্সি: فرهنگیان)।

ফারহাঙ্গিয়ান বিশ্ববিদ্যালয়
  • دانشگاه فرهنگیان

Dāneshgāh-e Farhangiyān
ধরনশিক্ষক প্রশিক্ষণ, মানব সম্পদ উন্নয়ন
স্থাপিত২০১২
রেক্টরহোসেন খনিফার
অবস্থান
শিক্ষাঙ্গন৯৮ (৬৪ টি কেন্দ্র এবং ৩৪ টি সংযুক্ত কলেজ)
অধিভুক্তিশিক্ষা মন্ত্রণালয় (ইরান)
ওয়েবসাইটcfu.ac.ir/en

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Farhangian University"। ১০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।