এন৮০৮ (বাংলাদেশ)

বাংলাদেশের জাতীয় মহাসড়ক
(ফরিদপুর বাইপাস সড়ক থেকে পুনর্নির্দেশিত)

এন৮০৮ (বাংলাদেশ) বা ফরিদপুর শহর বাইপাস সড়ক[] বাংলাদেশের একটি জাতীয় মহাসড়ক। এই বাইপাস সড়কের দৈর্ঘ্য ৫.৩২ কিলোমিটার (৩.৩১ মাইল)।[] এই সড়কর পশ্চিম পাশে ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট অবস্থিত।

জাতীয় মহাসড়ক ৮০৮ shield}}
জাতীয় মহাসড়ক ৮০৮
ফরিদপুর শহর বাইপাস সড়ক
মানচিত্র
Bypass road faridpur (2).jpg
পথের তথ্য
দৈর্ঘ্য৫.৩২ কিলোমিটার[] (৩.৩১ মাইল)
প্রধান সংযোগস্থল
গোয়াচামট প্রান্ত: এন৭ / এন৮০৩–রাজবাড়ী রাস্তার মোড়
মুন্সি বাজার প্রান্ত: এন৮০৪–খন্দকার নুরু মিয়া চত্বর
মহাসড়ক ব্যবস্থা
এন৮০৭ এন৮০৯

ফরিদপুর শহর বাইপাস রোড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় ২০০৫–২০০৬ সালে। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে ২০০৯ সালের ২৪ মে সড়কের নির্মাণ কাজ শুরু হয়। ২০০৫–২০১৯ সালে পর্যন্ত এই সড়কের পিছনে মোট ৫২২১.৪৮ লক্ষ বাংলাদেশী টাকা ব্যয় হয়েছে।[]

নুরু মিয়া চত্বর, এখানে এন৮০৮ এর সাথে এন৮০৪ সংযুক্ত হয়েছে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Faridpur Town By-Pass"সড়ক ও জনপথ অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৮ 
  2. "ফরিদপুর শহর বাইপাস সড়কের পিয়ারপুরে এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন পাম্পের শুভ উদ্বোধন"গণকন্ঠ। ২০২০-১২-০৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৮ 
  3. "List of ongoing works on the road (N808)"সড়ক ও জনপথ অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২০২৫-০৫-০৭