ফরাসি পলিনেশিয়ায় ইসলাম

ফরাসি পলিনেশিয়ায় ইসলাম হলো সংখ্যালঘু ধর্ম। ফরাসি পলিনেশিয়ায় আনুমানিক ৫০০ জন মুসলমান রয়েছেন,[১] যার বেশিরভাগই একমাত্র মসজিদসম্পন্ন তাহিতির পাপিতিতে উপস্থিত রয়েছে। ২০১৩ সালে মসজিদটি চালু হয়েছিল এবং এর ইমাম হিচাম এল-বারকানি, যিনি ২৩ বছর বয়সী মরোক্কোর বংশোদ্ভূত নাগরিক।[২] যদিও সরকার ধর্মের স্বাধীনতার অধিকার প্রদান করে, তারপরও সাম্প্রতিক বছরগুলিতে ফরাসি পলিনেশিয়ার খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. State of the World's Minorities and Indigenous Peoples 2014 - Case study: Tahiti: Islamophobia in French Polynesia
  2. "First mosque opens in French Polynesia"। ১৬ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৭ 
  3. "Opening of Muslim prayer room in Tahiti causes uproar"। ১৭ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৭