ফরাসি উইকিপিডিয়া
ফরাসি উইকিপিডিয়া (ফরাসি: Wikipédia francophone, Wikipédia en français) হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ফরাসি ভাষার সংস্করণ। ২০০১-এর মার্চে যাত্রা শুরু হয় এই উইকিপিডিয়ার এবং ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নিবন্ধ সংখ্যা ২৬,৫০,২৮৭টি। এটি পঞ্চম বৃহত্তম উইকিপিডিয়া- ইংরেজি উইকিপিডিয়া, ওলন্দাজ উইকিপিডিয়া, জার্মান উইকিপিডিয়া, সুইডিশ উইকিপিডিয়া পরে এর অবস্থান। ডিসেম্বর ২০২৪, পর্যন্ত ৫০,৬০,০০০ জন ব্যবহারকারী, ১৪৬ জন প্রশাসক, ৭২,৬১০টি ফাইল আছে এই উইকিপিডিয়ায়।[১]
সাইটের প্রকার | অনলাইন বিশ্বকোষ |
---|---|
উপলব্ধ | ফরাসি |
মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
ওয়েবসাইট | fr |
বাণিজ্যিক | না |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | ২৩ মার্চ ২০০১ |
ইতিহাস
সম্পাদনা২০১০ সালের ২৩ সেপ্টেমবর ফরাসি উইকিপিডিয়া ১ মিলিয়ন নিবন্ধ তৈরী হয়[২] যা সেই সময়ে একে তৃতীয় স্থানে পৌঁছে দেয়। ২০১৬ সালের এপ্রিল মাসে ৪৬৫৭ জন সক্রিয় সদস্য ছিলেন যারা কমপক্ষে পাঁচটি সম্পাদনা করেছেন।
২০০৮ সালে ফরাসি ভাষার বিশ্বকোষ কুইড তাদের ২০০৮ সালের সংস্করণ বাতিল করে, কারণ ফরাসি উইকিপিডিয়ার কারণে তাদের বিক্রি অনেক কমে গিয়েছিলো।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Wikipedia Statistics - Tables - French"। wikimedia.org।
- ↑ "Wikipédia en français dépasse le million d'articles"। ZDNet France (ফরাসি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭।
- ↑ Litchfield, John. "France's favourite encyclopaedia falls victim to Wikipedia।" দ্য ইন্ডিপেনডেন্ট। Wednesday 20 February 2008। সংগৃহীত ২৬ জুন ২০১৩।