ফটিকছড়ি (দ্ব্যর্থতা নিরসন)
ফটিকছড়ি নামে বাংলাদেশে বিভিন্ন স্তরের প্রশাসনিক এলাকা রয়েছে।
ফটিকছড়ি দ্বারা বোঝানো যেতে পারে:
- ফটিকছড়ি উপজেলা; চট্টগ্রাম জেলার একটি উপজেলা।
- ফটিকছড়ি; চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার প্রধান শহর।
- ফটিকছড়ি থানা; চট্টগ্রাম জেলার একটি থানা।
- ফটিকছড়ি পৌরসভা; ফটিকছড়ি উপজেলাধীন একটি পৌরসভা।
- ফটিকছড়ি ইউনিয়ন; রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার একটি ইউনিয়ন।
- ফটিকছড়ি খাল; ফটিকছড়ি উপজেলার উপর দিয়ে প্রবাহিত একটি খাল।