ফটিকছড়ি সরকারি কলেজ
ফটিকছড়ি সরকারি কলেজ বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৭০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৭০ |
অধ্যক্ষ | মোহাম্মদ মনিরুজ্জামান |
ঠিকানা | , , |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় (কলেজ কোড: ৪৩৪১) |
ওয়েবসাইট | fgc |
অবস্থান
সম্পাদনাপ্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাতৎকালীন পাকিস্তান আমলের চট্টগ্রাম জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, শিক্ষানুরাগী জনাব মির্জা আবু আহমদ ১৯৭০ সালে এ প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে ডিগ্রি (পাস) ও ডিগ্রি (সম্মান) কোর্স চালু করা হয়।[১]
ব্যবস্থাপনা
সম্পাদনা১৩ সদস্যের কলেজ গভর্নিং বডির সভাপতি ইউএনও মহোদয় জনাব সায়েদুল আরেফিন ।[১]
অবকাঠামো
সম্পাদনাশিক্ষা কার্যক্রম
সম্পাদনাএটি একটি স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। বর্তমানে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এ কলেজে অধ্যয়নরত আছে।[১]
ফলাফল ও কৃতিত্ব
সম্পাদনাবিগত বছরের পাশের হার ৯০%। ২০০১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিএসসি (পাস) পরীক্ষার ফলাফলে অত্র কলেজ থেকে ৩ জন মেধা তালিকায় যথাক্রমে ৭ম, ১০ম ও ১২তম স্থান অর্জন করে। ২০০৪ সালে বিএসসি (পাস) পরীক্ষার ফলাফলে ২ জন মেধা তালিকায় যথাক্রমে ৩য় ও ১০ম স্থান অর্জন করে। এছাড়া ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী এ+ পায়।[১]