ফটিকছড়ি সরকারি কলেজ

চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান
(ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পুনর্নির্দেশিত)

ফটিকছড়ি সরকারি কলেজ বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৭০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

ফটিকছড়ি সরকারি কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৭০; ৫৪ বছর আগে (1970)
অধ্যক্ষমোহাম্মদ মনিরুজ্জামান
ঠিকানা, ,
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয় (কলেজ কোড: ৪৩৪১)
ওয়েবসাইটfgc.edu.bd

অবস্থান সম্পাদনা

প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

তৎকালীন পাকিস্তান আমলের চট্টগ্রাম জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, শিক্ষানুরাগী জনাব মির্জা আবু আহমদ ১৯৭০ সালে এ প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে ডিগ্রি (পাস) ও ডিগ্রি (সম্মান) কোর্স চালু করা হয়।[১]

ব্যবস্থাপনা সম্পাদনা

১৩ সদস্যের কলেজ গভর্নিং বডির সভাপতি ইউএনও মহোদয় জনাব সায়েদুল আরেফিন ।[১]

অবকাঠামো সম্পাদনা

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

এটি একটি স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। বর্তমানে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এ কলেজে অধ্যয়নরত আছে।[১]

ফলাফল ও কৃতিত্ব সম্পাদনা

বিগত বছরের পাশের হার ৯০%। ২০০১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিএসসি (পাস) পরীক্ষার ফলাফলে অত্র কলেজ থেকে ৩ জন মেধা তালিকায় যথাক্রমে ৭ম, ১০ম ও ১২তম স্থান অর্জন করে। ২০০৪ সালে বিএসসি (পাস) পরীক্ষার ফলাফলে ২ জন মেধা তালিকায় যথাক্রমে ৩য় ও ১০ম স্থান অর্জন করে। এছাড়া ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী এ+ পায়।[১]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭ 

বহিসংযোগ সম্পাদনা