ফজিলাতুন নেসা ইন্দিরা
ফজিলাতুন নেসা হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী।[২][৩][৪]
মাননীয় সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা | |
---|---|
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৩ জুলাই ২০১৯ – ১১ জানুয়ারী ২০২৪ | |
উত্তরসূরী | সিমিন হোসেন রিমি |
সংরক্ষিত মহিলা আসন-২৩ হতে একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০ ফেব্রুয়ারি ২০১৯ | |
সংরক্ষিত মহিলা আসন-২২ হতে দশম জাতীয় সংসদের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৩ মার্চ ২০১৪ – ২৮ জানুয়ারি ২০১৯ | |
পূর্বসূরী | মাহফুজা মন্ডল |
সংরক্ষিত মহিলা আসন-৪৬ হতে নবম জাতীয় সংসদের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৮ ডিসেম্বর ২০১১[১] – ২৪ জানুয়ারি ২০১৪ | |
পূর্বসূরী | নতুন আসন |
উত্তরসূরী | মেরিনা রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মুন্সীগঞ্জ |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | ইডেন মহিলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় লন্ডন বিশ্ববিদ্যালয় |
পেশা | রাজনীতি |
জন্ম ও পারিবারিক পরিচিতি
সম্পাদনাফজিলাতুন নেসা ইন্দিরা মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার ভাই মহান মুক্তিযুদ্ধের সময় সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন।
শিক্ষাজীবন
সম্পাদনাফজিলাতুন নেসা ইন্দিরা ইডেন মহিলা কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাস্ট্রবিজ্ঞানে ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ডেমোগ্রাফি বিষয়ে ডিগ্রী অর্জন করে একই বিশ্ববিদ্যালয় থেকে পপুলেশন স্টাটিসটিকস বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাইন্দিরা ছাত্র জীবন থকেই রাজনীতি শুরু করেন। তিনি দুই বার বাংলাদেশ ছাত্র লীগ ইডেন মহিলা কলেজ শাখার সাধারণ সম্পাদক ও দুই মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ইডেন কলেজের ছাত্রী সংসদের ১৯৭৩-১৯৭৪ মেয়াদে নির্বাচিত জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ফজিলাতুন নেসা ইন্দিরা সংক্ষরিত মহিলা আসন ৪৬ এর এক বার ও ২২ এর দুই বারের সংসদ সদস্য। এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "JS gets 5 new MPs"। বিডিনিউজ২৪.কম। ৮ ডিসে ২০১১। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩।
- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৪৮ নারী এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম অনলাইন। ১৯ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "ইমরানকে মন্ত্রী ও ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ"। The Daily Star Bangla। ২০১৯-০৭-১২। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- মাননীয় সংসদ সদস্য ফজিলাতুন নেসা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২৩-০৬-০৪ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত জীবনী।
- ১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০১-২৭ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১০ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |