ফখরুদ্দীন মুবারক শাহ
ফখরুদ্দীন মুবারক শাহ (ফার্সি/উর্দু:فخر الدين مبارك شاه) (শাসনকাল : ১৩৩৮-১৩৪৯) চৌদ্দ শতকে বাংলার স্বাধীন শাসক ছিলেন। তার শাসনাধীন এলাকা বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণপূর্বাঞ্চল নিয়ে গঠিত ছিল।[১]
জন্ম ও বংশসম্পাদনা
কিছু ইতিহাসবিদদের মতে, মুবারক একটি সুন্নি মুসলিম খান্দানে জন্মগ্রহণ করেছিলেন বর্তমান নোয়াখালী জেলার পূর্বাংশের একটি গ্রামে। এই গ্রামের সঠিক অবস্থান খুঁজে না পাওয়া গেলেও, কথিত আছে যে এটি কবিরহাট উপজেলায়, এবং সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে এই উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে।[২] তাঁর বংশ ছিল "কারাউনা" নামক একটি তুর্কী উপজাতি। মুবারক সিলাহদার হিসাবে চাকরী পেয়েছিল সোনারগাঁওয়ের শাসক বাহরাম খানের দরবারে।
ইতিহাসসম্পাদনা
ফখরুদ্দিন মোবারক শাহের রাজধানী ছিল সোনারগাঁও।[১] তিনি কুমিল্লা ও নোয়াখালী জয় করেন। এরপর তিনি উত্তরে সিলেট ও দক্ষিণে চট্টগ্রাম জয় করেন।[১] গৌড়ের সুলতান আলাউদ্দিন আলি শাহের বিরুদ্ধে তিনি সফল নৌযুদ্ধ পরিচালনা করেন। [১]
তিনি বেশ কিছু বৃহৎ নির্মাণ প্রকল্পে হাত দেন যার মধ্যে মহাসড়ক, বাধ, মসজিদ ও সমাধি ছিল।[১] মরোক্কোর বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা ১৩৪৬ সালে ফখরুদ্দিন মোবারক শাহের রাজধানী ভ্রমণ করেছিলেন। তার ভ্রমণবৃত্তান্তে তিনি উল্লেখ করেছেন, “ফখরুদ্দিন সন্দেহাতীতভাবে চমৎকার একজন শাসক, বিশেষ করে আগন্তুক এবং দরবেশ ও সুফিদের পছন্দ করেন তিনি”।[১][৩]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ ঙ চ Muazzam Hussain Khan, Fakhruddin Mubarak Shah ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ আগস্ট ২০১২ তারিখে, Banglapedia: The National Encyclopedia of Bangladesh, Asiatic Society of Bangladesh, Dhaka, Retrieved: 2011-04-23
- ↑ ডাঃ খালেদ মাসুকে রসূল, সম্পাদক (১৯৯২)। নোয়াখালীর লোকসাহিত্যে জনজীবনের পরিচয়। বাংলা একাডেমি।
- ↑ ট্রাভেলস অব ইবনে বতুতা, আরবি থেকে ইংরেজি অনুবাদ - এইচ. এ. আর. গিব, ইংরেজি থেকে বাংলা অনুবাদ - ইফতেখার আমিন, ঐতিহ্য প্রকাশনী, প্রকাশকাল - ফেব্রুয়ারি ২০০৪
পূর্বসূরী বাহরাম খান |
বাংলার স্বাধীন সুলতান ১৩৩৮–১৩৪৯ |
উত্তরসূরী ইখতিয়ারউদ্দীন গাজি শাহ |
বাংলাদেশী জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |