ফক্স স্পোর্টস (ফক্স স্পোর্টস মিডিয়া গ্রুপ নামেও অভিহিত) ফক্স কর্পোরেশনের আওতাধীন ক্রীড়া সম্প্রচার বিভাগ। ফক্স স্পোর্টস ওয়ান, ফক্স স্পোর্টস টু এবং ফক্স স্পোর্টস মিডিয়া নেটওয়ার্ক এর অন্তর্ভুক্ত। []

ফক্স স্পোর্টস
সম্প্রচার শুরু১২ আগস্ট ১৯৯৪; ৩০ বছর আগে (1994-08-12)
উৎপত্তি দেশযুক্তরাষ্ট্র
মালিকফক্স কর্পোরেশন
প্রধান ব্যক্তিত্বএরিক শ্যাঙ্কস
(প্রেসিডেন্ট, ফক্স স্পোর্টস মিডিয়া গ্রুপ)
মার্ক সিলভারম্যান
(প্রেসিডেন্ট, ফক্স স্পোর্টস ন্যাশনাল নেটওয়ার্কস)
প্রধান দপ্তরলস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
প্রধান সম্প্রচার চুক্তি
সহযোগী নেটওয়ার্কফক্স স্পোর্টস ১
ফক্স স্পোর্টস ২
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটwww.foxsports.com

১৯৯৪ সালে ফক্স কর্পোরেশন ন্যাশনাল ফুটবল লিগ- এর প্রচারণার অনুমোদন পাওয়ার পর এ বিভাগটি সৃষ্টি করা হয়। পরবর্তী বছরগুলোতে ফক্স স্পোর্টস ন্যাশনাল হকি লিগ (১৯৯৪-১৯৯৯), মেজর লিগ বেসবল (১৯৯৬-বর্তমান), নাসকার (২০০১-বর্তমান), বোল চ্যাম্পিয়নশিপ সিরিজ (২০০৭-২০১০), মেজর লিগ সকার(২০০৩-২০১১, ২০১৫-বর্তমান), ইউএস ওপেন গলফ টুর্নামেন্ট (২০১৫-২০১৯), ন্যাশনাল হট রড অ্যাসোসিয়েশন (২০১৬-বর্তমান) ও ডব্লিউডব্লিউই (২০১৯-বর্তমান)।

২০১৭ সালের ১৪ ডিসেম্বর ওয়াল্ট ডিজনি কোম্পানি টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি ফক্স ৫২.৪ বিলিয়ন ডলার ব্যয়ে কিনে নেওয়ার সিদ্ধান্তের ঘোষণা প্রদান করে। ফক্স স্পোর্টস নেটওয়ার্ক তখন এর অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ডিজনি এর স্বত্ব সিনক্লেয়ার ব্রডকাস্ট, এফএক্স নেটওয়ার্কস গ্রুপ ও এফএক্স ইন্টারন্যাশনালের কাছে বিক্রি করে দেয়।

ইতিহাস

সম্পাদনা

প্রতিষ্ঠা

সম্পাদনা

১৯৮৬ সালের অক্টোবরে ফক্স ব্রডকাস্টিং কোম্পানি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা লক্ষ্য করেন, ব্রিটিশ স্যাটেলাইট প্রতিষ্ঠান বিএসকেওয়াইবির বিকাশে ক্রীড়া সম্প্রচার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তাই তারাও যদি ক্রীড়া সম্প্রচার আরম্ভ করেন, তাহলে সাফল্য লাভে ফক্সের বিলম্ব হবে না। ১৯৮৭ সালে এবিসি ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল)-এর সাথে চুক্তি নবায়নে অস্বীকৃতি জানালে ফক্স এনএফএল কর্তৃপক্ষকে প্রতি ম্যাচে খেলা সম্প্রচারের অনুমতি বাবদ ১৩ মিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু ফক্স তখনো নিজেকে শীর্ষস্থানীয় টিভি নেটওয়ার্ক হিসেবে গড়ে তুলতে পারেনি। তাই এবিসির সঙ্গেই এনএফএল কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যায়। আলোচনার ক্রমাবর্তে একসময় দুপক্ষের মধ্যে সমঝোতা হয় ও ফক্স ম্যাচ সম্প্রচার করতে শুরু করে।

ছয় বছর পর ন্যাশনাল ফুটবল কনফারেন্স, আমেরিকান ফুটবল কনফারেন্স,রবি ও সোমবারের গুরুত্বপূর্ণ ম্যাচ সম্প্রচারের অনুমতি লাভ নিয়ে দর কষাকষি শুরু হয়। ফক্স তখন ১.৫৮ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি দেয়। ১৯৯৩ সালের ১৭ ডিসেম্বর এনএফএল ফক্সের প্রস্তাবে সম্মত হয়ে চার বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করে। ১৯৯৪ সাল থেকে এ চুক্তিটি কার্যকর হয়। ১৯৯৭ এর সুপার বোল সম্প্রচারের অনুমোদনও ফক্স এরূপে বাগিয়ে নেয়। [] ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো সিবিএস ফুটবল খেলা সম্প্রচারের অনুমতি হারায়।

ধারাভাষ্যকার প্যাট সামেরাল, জন ম্যাডডেন, ডিক স্টকটন, জেমস ব্রাউনটেরি ব্র্যাডশো-র পাশাপাশি সিবিএস স্পোর্টসের অনেক কর্মকর্তাকে নিজেদের চ্যানেলে যোগ দিতে ফক্স অনায়াসেই প্রলুব্ধ করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "About" 
  2. "CBS, NBC Battle for AFC Rights // Fox Steals NFC Package - Chicago Sun-Times | HighBeam Research"web.archive.org। 5 নভেম্বর, 2012। ৫ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা