প্লাবন কোরেশী

বাংলাদেশী গীতিকার ও সুরকার

প্লাবন কোরেশী একজন বাংলাদেশী সুরকার, গীতিকার এবং সঙ্গীতশিল্পী। তিনি মায়া: দ্য লস্ট মাদার চলচ্চিত্রের "বাড়ির ঐ পূর্বধারে" গানের সুরায়োজনের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]

প্লাবন কোরেশী
জন্মগাজীপুর, বাংলাদেশ
ধরন
পেশা
  • সুরকার
  • গীতিকার
  • সঙ্গীতশিল্পী
কার্যকাল১৯৯০-এর দশক-বর্তমান
লেবেল
  • সাউন্ডটেক
  • সঙ্গীতা

কর্মজীবন সম্পাদনা

কোরেশী গীতিকার ও সুরকার হিসেবে ১৯৯০- দশক এর মাঝামাঝি সময় থেকে কাজ করছেন। তার গীতে ও সুরে উল্লেখযোগ্য অ্যালবাম হল মনির খানের অঞ্জনা, রবি চৌধুরীর রঙের বন্ধু, ফজলুর রহমান বাবুর ইন্দুবালা, দিলরুবা খানের তোমার আমার, রিংকুর বিবাগী, এবং ধ্রুব গুহের একক গান "একলা পাখি" ও "যে পাখি ঘর বোঝেনা"।[২]

২০১৭ সালে "ইশকুলে যাব না" গানের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মত সঙ্গীতশিল্পী হিসেবে আবির্ভূত হন। গানটির গীতিকার এবং সুরকার তিনি নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন মুহিদুল মুন। গানটি প্রকাশ করেছে সাউন্ডটেক।[৩]

২০১৯ সালের শেষভাগে তিনি ফকির হযরত শাহের গীতে "ভালোবাসার নাম নেবো নাম মুখে" গানের সুরারোপ করেন এবং এতে কণ্ঠ দেন। এটি তার সুরারোপিত অন্য কোন গীতিকারের লেখা প্রথম গান।[৪] মডার্ন ফোক ধারার গানটির সঙ্গীতায়োজন করেন রিয়েল আশিক। গানটির ভিডিও নির্মাণ করেন সাইফুল ইসলাম। গান ও ভিডিওটি আবর্তন মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।[৫]

অ্যালবামের তালিকা সম্পাদনা

  • কষ্টে আছে আইজুদ্দিন
  • সাপলুডু
  • পাষানী

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে : প্লাবন কোরেশী"বাংলাদেশ প্রতিদিন। ২১ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২১ 
  2. আহমেদ, সাজু (২৪ সেপ্টেম্বর ২০১৬)। "মৌলিক গান সৃষ্টিতে সংশ্লিষ্টদের শিক্ষার কোন বিকল্প নেই ॥ প্লাবন কোরেশী"দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২১ 
  3. "নতুন পরিচয়ে প্লাবন কোরেশী"বাংলাদেশ প্রতিদিন। ২৩ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ 
  4. "প্লাবন কোরেশীর নতুন গান"দৈনিক মানবজমিন। ৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ 
  5. "প্লাবন কোরেশীর গান 'ভালোবাসার নাম নেবো না মুখে'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ 
  6. কাদের, মনজুর (৩ ডিসেম্বর ২০২০)। "কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা