প্রিয়াঙ্কা জাওয়ালকর

ভারতীয় অভিনেত্রী
(প্রিয়াঙ্কা জাওয়ালকার থেকে পুনর্নির্দেশিত)

প্রিয়াঙ্কা জাওয়ালকার একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি মূলত তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ২০১৭ সালে কালা ওয়ারাম আয়ে চলচ্চিত্র দিয়ে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন।

প্রিয়াঙ্কা জাওয়ালকার
ট্যাক্সিওয়ালা চলচ্চিত্রের প্রচারনায় প্রিয়াঙ্কা জাওয়ালকার
জন্ম
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী , মডেল
কর্মজীবন২০১৭ - বর্তমান

প্রারম্ভিক এবং কর্মজীবন

সম্পাদনা

প্রিয়াঙ্কা জাওয়ালকর ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে একটি মারাঠিভাষী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[] অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের এলআরজি হাই স্কুল থেকে তিনি বিদ্যালয়-পাঠ সম্পন্ন করেছিলেন। কম্পিউটার বিজ্ঞানে স্নাতক জাওয়ালকর হায়দ্রাবাদের ন্যাশানাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা অর্জন করেছিলেন।[] সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কয়েকটি ছবি আপলোড করার পরে জাওয়ালকরকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, ফলস্বরূপ সম্পদ ভি. কুমার পরিচালিত ২০১৩ সালের তেলুগু ভাষার চলচ্চিত্র কালা ওয়ারাম আয়ে দিয়ে তিনি অভিনয়ে আত্মপ্রকাশের করেছিলেন। ২০১৮ সালের নভেম্বরে তার দ্বিতীয় চলচ্চিত্র ট্যাক্সিওয়ালা মুক্তি পেয়েছিল, এটি পরিচালনা করেছিলেন রাহুল সঙ্কৃতায়ন।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
  এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলি বোঝায়
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা
২০১৭ কালা ওয়ারাম আয়ে তেলুগু
২০১৮ ট্যাক্সিওয়ালা অনুশা তেলুগু
২০২১ থিমারুসু অনু তেলুগু
২০২১ এসআর কল্যাণমন্দাপাম সিন্ধু তেলুগু
২০২২ গমনাম জারা তেলুগু

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chowdhary, Y. Sunita (২০১৮-০৩-০১)। "Priyanka Jawalkar on 'Taxiwala'"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৬ 
  2. Pasupuleti, AuthorPriyanka। "Priyanka Jawalkar shares about being a celebrity"Telangana Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২১ 
  3. "It's not easy for non-Telugu actors to survive in Tollywood: Taxiwaala star Priyanka Jawalkar"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-১৫। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা