প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন

পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার প্রিন্সেপ ঘাট সংলগ্ন একটি ছোট রেলওয়ে স্টেশন। এখানে কয়েকটি লোকাল ট্রেন থামছে। এই স্টেশনে দুটি প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশনটির কোড বা সাংকেতিক নাম হল পিপিজিটি।


প্রিন্সেপ ঘাট
কলকাতা শহরতলি রেল স্টেশন
প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন
অবস্থানস্ট্র্যান্ড রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২২°৩৩′২৪″ উত্তর ৮৮°১৯′৫২″ পূর্ব / ২২.৫৫৬৭৭৪° উত্তর ৮৮.৩৩১১০৬৮° পূর্ব / 22.556774; 88.3311068
উচ্চতা৭ মিটার (২৩ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনচক্ররেল
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনভূমিগত
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
প্রতিবন্ধী প্রবেশাধিকারনা
অন্য তথ্য
অবস্থাপরিচালনাগত
স্টেশন কোডপিপিজিটি
অঞ্চল পূর্ব রেল
বিভাগ শিয়ালদহ বিভাগ
ইতিহাস
চালু১৯৮৪
বৈদ্যুতীকরণ১৯৮৪
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   কলকাতা শহরতলি রেল   পরবর্তী স্টেশন
অভিমুখে দমদম জংশন
চক্ররেল লাইন
অভিমুখে দমদম জংশন
অবস্থান
প্রিন্সেপ ঘাট কলকাতা-এ অবস্থিত
প্রিন্সেপ ঘাট

প্রিন্সেপ ঘাট
কলকাতায় অবস্থান

স্টেশন কমপ্লেক্স

সম্পাদনা

প্ল্যাটফর্মটি খুব ভাল আশ্রয়প্রাপ্ত নয়। স্টেশনটিতে জল এবং স্যানিটেশন সহ অনেক সুবিধা নেই। এটি স্ট্র্যান্ড রোডের সাথে ভালভাবে সংযুক্ত। স্ট্র্যান্ড রোড থেকে এই স্টেশনে যাওয়ার জন্য একটি রাস্তা রয়েছে।[]

স্টেশন বিন্যাস

সম্পাদনা
জি রাস্তার স্তর প্রস্থান/প্রবেশ
পি১ পার্শ্ব প্ল্যাটফর্ম নং -১, দরজা বাম দিকে খুলবে  
দিকে →খিদিরপুর→ →
দিকে ←ইডেন গার্ডেন্স← ←
পার্শ্ব প্ল্যাটফর্ম নং -২, দরজা বাম দিকে খুলবে 
পি২
প্রিন্সেপ ঘাটের ট্র্যাক বিন্যাস
 
 
 
 
 
 
 
 
 
 
 
দুটি ট্র্যাক এবং দুটি পার্শ্ব প্ল্যাটফর্ম'সহ স্টেশন

স্টেশনটি প্রিন্সেপ ঘাট সংলগ্ন। যে কেউ সেখান থেকে সহজেই ফেরি পরিষেবা নিতে পারবেন।

বিমানবন্দর

সম্পাদনা

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্টেশনটি স্ট্র্যান্ড রোড, আচার্য প্রফুল্লচন্দ্র রোড,আচার্য জগদীশচন্দ্র বসু রোড, মা উড়ালপুল, ইএম বাইপাস এবং ভিআইপি রোডের মাধ্যমে ২৩.৬ কিমি দূরে অবস্থিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Prinsep Ghat"India Rail Info 

বহিঃসংযোগ

সম্পাদনা