প্রবেশদ্বার:বাঘ/নির্বাচিত জীবনী

জিম করবেট (জুলাই ২৫, ১৮৭৫ - এপ্রিল ১৯, ১৯৫৫) একজন ইংরেজ শিকারী। জন্ম ভারতের নৈনিতাল শহরের কুমায়ুন পাহাড়তলীতে। স্থান টি হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত। তিনি নামকরা শিকারী ছাড়াও একজন বিখ্যাত পরিবেশবাদীও ছিলেন। তার নামানুসারে ভারতের করবেট ন্যাশনাল পার্কের নামকরণ করা হয়। তিনি এপ্রিল ১৯, ১৯৫৫ কেনিয়ায় মারা যান।

আরো দেখুন


এইখানের ‘’’নির্বাচিত জীবনী’’’ গুলি প্রধান পাতায় দেখা যাবে , অবস্থান অনুযায়ী নম্বরযুক্ত ভাবে দেওয়া হল :

নং জীবনীর সারসংক্ষেপ

জিম করবেট (জুলাই ২৫, ১৮৭৫ - এপ্রিল ১৯, ১৯৫৫) একজন ইংরেজ শিকারী। জন্ম ভারতের নৈনিতাল শহরের কুমায়ুন পাহাড়তলীতে। স্থান টি হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত। তিনি নামকরা শিকারী ছাড়াও একজন বিখ্যাত পরিবেশবাদীও ছিলেন। তার নামানুসারে ভারতের করবেট ন্যাশনাল পার্কের নামকরণ করা হয়। তিনি এপ্রিল ১৯, ১৯৫৫ কেনিয়ায় মারা যান।

আরো দেখুন

টিপু সুলতান ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। তিনিএকজন বীর যোদ্ধা ছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সঙ্গে যুদ্ধে ১৭৯৯ খ্রিস্টাব্দে নিহত হন। টিপুর এক সেনাপতি মীর সাদিক বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সঙ্গে হাত মেলান৷ পরে তার পরিবারের মানুষজনকে ভেলোরের দূর্গে বন্দী করে রাখে। ব্রিটিশ শাসকরা ইংরেজদের বিরুদ্ধে তিনি বীরত্ব সহকারে যুদ্ধ করেন। তিনি তাঁর শৌর্যবীর্যের কারণে শের-ই-মহীশূর (মহীশূরের বাঘ) নামে পরিচিত ছিলেন।

আরো দেখুন

কেনেথ এন্ডারসন (১৯১০ - ১৯৭৪) একজন প্রখ্যাত ব্রিটিশ শিকারি ও লেখক। দক্ষিণ ভারতের বিভিন্ন বনে দীর্ঘকাল শিকারের অভিজ্ঞতার আলোকে এন্ডারসন শিকার ও এডভেঞ্চার বিষয়ক বহু গ্রন্থও লিখেছেন।

আরো দেখুন