প্রবেশদ্বার:বলিউড/আপনি জানেন কি

  • ... প্রথম যে ভারতীয় ছবি টেকনিকালারে নির্মিত হয়, তা হলো সোহরাব মোদির ঝাঁসি কি রানি (১৯৫৩)?
  • ... ১৯৩৩ সালে ভারতের প্রথম রঙিন ছবিসাইরানধ্রি মুক্তি পায়। জার্মানিতে এর কাজ করা হয়?
  • ... ১৯৩৫ সালে পরিচালক নিতিন বোসের সুপারিশে তাঁর ধুপ ছাও ছবিতে প্রথম প্লেব্যাক গানের প্রচলন হয়?
  • ... ১৯৩৩ সালে ভারতের প্রথম এয়ারকন্ডিশন্ড মুভি থিয়েটার ‘রেগাল সিনেমা’ উদ্বোধন হয়?
  • ... বলিউডে প্রথম স্ট্যান্ট ব্যবহার শুরু হয় ১৯৩৫ সালে হান্টারওয়ালি ছবিতে। অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেরি ইভান্স সে সময় স্ট্যান্ট করতেন। তাঁকে ‘ফিয়ারলেস নাদিয়া’ ডাকা হতো?
  • ... জে বি এইচ ওয়াদিয়ার ১৯৩৭ সালের ছবি নওজোয়ান প্রথম ভারতীয় ছবি, যাতে কোনো গান ব্যবহার করা হয়নি?
  • ... ১৯৩১ সালে প্রথম সবাক ছবি আলম আরায় প্রথম গান ব্যবহার হয়?
  • ... ১৯৩২ সালের ছবি ইন্দ্র সভায় ৭১টি গান ব্যবহার করা হয়?
  • ... ইতালির সঙ্গে বলিউডের প্রথম আন্তর্জাতিক যৌথ প্রযোজনার ছবি নালা দামায়ান্তি ১৯২১ সালে নির্মিত হয়?
  • ... ফাতিমা বেগম প্রথম ভারতীয় নারী প্রযোজক ও পরিচালক, যিনি ১৯২৬ সালে বুলবুল-এ-পারাস্তান নির্মাণ করেন?

আপনি জানেন কি তালিকা সম্পাদনা

প্রবেশদ্বার:বলিউড/আপনি জানেন কি/১


প্রবেশদ্বার:বলিউড/আপনি জানেন কি/২