প্রবেশদ্বার:কীটপতঙ্গ/আপনি জানেন কি/সংগ্রহশালা

এইখানের ‘’’আপনি জানেন কি'’’’ গুলি প্রধান পাতায় দেখা যাবে , অবস্থান অনুযায়ী নম্বরযুক্ত ভাবে দেওয়া হল :

নং আপনি জানেন কি'র সারসংক্ষেপ
  • .. ভেসপুলা ফ্লাভিসেপস নামক বোলতার শুককীট জাপানে একটি অন্যতম জনপ্রিয় সুস্বাদু খাবার হিসেবে স্বীকৃত?
  • ... পৃথিবীর সব পিঁপড়ার ওজনের যোগফল আর সব মানুষের ওজনের যোগফল প্রায় কাছাকাছি?
  • ... তেলাপোকা মাথা ছাড়া প্রায় ৭ দিন বাঁচতে পারে?
  • ... পিঁপড়া হচ্ছে একমাত্র প্রাণী যেটি কখনো ঘূমায়না?
  • ... মশারা নীল রঙেরপ্রতি দুর্বল। ঘরের বাতি নীলরঙের হলে মশারসংখ্যা বেড়ে যেতে পারে?
  • ... ফড়িং সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন পোকা (ঘন্টায় ৫০ মাইল)?
  • ... প্রতি বছর কৃষি খাদ্যের ১/৩ ভাগ পোকার পেটে যায়?
  • ... সারা জীবনে একটি কর্মী মৌমাছি এক চা চামুচের ১/১২ ভাগ মধু আহরণ করতে পারে?
  • ... এক মাকড়সার জাল থেকে অন্য মাকড়সার জালের পার্থক্য থাকবে(একই জাতের হলেও)?
  • ... মশার কারনে বছরে ২ মিলিয়ন মানুষ মারা যায়?
  • ... পোকার রক্তের রং হলুদ?
  • ... পিঁপড়েরা তাদের দেহের ওজনের দশগুণ বেশি ওজন বহন করতে পারে?
  • ... ব্রাজিলে এক প্রজাতির তেলাপোকা আছে যারা বিশেষ করে ছোট ঘুমন্ত বাচ্চাদের চোখের পাপড়ি খেয়ে ফেলে?
  • ... পিঁপড়া পরিশ্রম আর অধ্যবসায়ের প্রতীক?
  • ... যদি আগুন দিয়ে বিছাকে ঘিরে ফেলা হয় তাহলে সেটি নিজেই নিজেকে হুল ফুটিয়ে আত্মহত্যা করে?
  • ... মশার ৪৭ খানা দাঁত আছে?
  • ... একটি টারান্টুলা মাকড়সা খাদ্য ছাড়া ২ বছর বাঁচতে পারে?