প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
নীতিবাক্য | ভালো ফলাফলের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্য অন্যতম আধুনি কলেজে রুপান্তর করা। |
---|---|
ধরন | উচ্চ মাধ্যমিক কলেজ |
স্থাপিত | ২০০০ |
সভাপতি | প্রফেসর কামাল উদ্দিনচৌধুরী |
অধ্যক্ষ | জনাব মুহাম্মদ আবচার উদ্দিন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩৪ জন |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১২ জন |
শিক্ষার্থী | ১৪০০ জন |
অবস্থান | , ২২°৪৪′৪৪″ উত্তর ৯১°৩৩′২১″ পূর্ব / ২২.৭৪৫৪৮০° উত্তর ৯১.৫৫৫৭৬৮° পূর্বস্থানাঙ্ক: ২২°৪৪′৪৪″ উত্তর ৯১°৩৩′২১″ পূর্ব / ২২.৭৪৫৪৮০° উত্তর ৯১.৫৫৫৭৬৮° পূর্ব |
শিক্ষাঙ্গন | মায়ানী, মীরসরাই, চট্টগ্রাম। |
![]() |
অবস্থানসম্পাদনা
বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের আবু তোরাব গ্রামে এ কলেজটি অবস্থিত।[১]
ইতিহাসসম্পাদনা
২০০০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।[১]
পরিচালনা ব্যবস্থাসম্পাদনা
প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য জনাব এম ডি এম জালাল উদ্দিন চৌধুরীকে সভাপতি করে ১২ সদস্যের একটি পরিচালনা পরিষদ রয়েছে।[১]
শিক্ষক-শিক্ষার্থীসম্পাদনা
এ কলেজের অধ্যক্ষ জনাবা শামসুর নাহার। বর্তমানে এ প্রতিষ্ঠানে সাড়ে সাত শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[১]
অবকাঠামোসম্পাদনা
প্রাতিষ্ঠানিক ভবন একটি ত্রিতল ভবন।
কার্যক্রমসম্পাদনা
এ কলেজে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এটিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়াশোনার সুযোগ রয়েছে।
কৃতিত্ব ও ফলাফলসম্পাদনা
বিগত বছরের পাশের হার ৮৫%।[১]