প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়
প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় বাংলাদেশ সরকারের একটি নিয়ন্ত্রক সংস্থা যা বাংলাদেশের কারখানাগুলোর বাণিজ্যিক বয়লার পরিদর্শনের কাজ করে।[১] ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল মান্নান কার্যালয়ের প্রধান পরিদর্শক, তিনি ২০১৫ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করছেন।[২]
![]() | |
গঠিত | ১৯৭২ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
ইতিহাস সম্পাদনা
বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় উপমহাদেশে ১৯২৩ সালে বয়লার আইন এবং ১৯২৪ সালে কলকাতায় প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় স্থাপন করা হয়। দেশ বিভাগের পর ১৯৪৭ সালে চট্টগ্রামে বয়লার অফিস স্থাপন করা হয় এবং পরবর্তীতে শেখ মুজিবুর রহমান শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর গৃহীত পরিকল্পনায় একটি আদেশের মাধ্যমে ১৯৫৭ সালের জুন মাসে ঢাকায় বয়লার অফিস স্থানান্তর করা হয়। বাংলাদেশ স্বাধীনের পর এটি বাংলাদেশের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে পরিনত হয়।[৩] ২০১৭ সালে, কার্যালয়ের অধীনে ছয়জন পরিদর্শক ছিলেন যারা বাংলাদেশের ৫ হাজার বয়লার পরিদর্শন করার দায়িত্ব পালন করেছিলেন।[৪] এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (বাংলাদেশ) চায় যে বিভাগটি কারখানা ও স্থাপনা পরিদর্শন বিভাগের অধীনে স্থানান্তরিত করা হোক।[৫]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়"। boiler.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।
- ↑ "প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়"। boiler.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।
- ↑ "প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়"। boiler.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।"প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়". boiler.gov.bd. Retrieved 7 April 2020.
- ↑ "Only 6 inspectors for 5,000 boilers in Bangladesh"। Dhaka Tribune। ৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।
- ↑ "Labour ministry wants to bring boiler inspection under DIFE"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।