প্রথম মাহমুদ
প্রথম মাহমুদ (উসমানীয় তুর্কি ভাষায়: محمود اول) কুঁজো হিসাবেও পরিচিত (কাম্বুর)(২০শে সেপ্টেম্বর, ১৭৩০ – ১৩ই ডিসেম্বর, ১৭৫৪) ছিল উসমানীয় সাম্রাজ্যের সুলতান ১৭৩০ থেকে ১৭৫৪ পর্যন্ত। তিনি এদির্ন রাজভবনে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম দ্বিতীয় মুস্তাফা (১৬৯৫–১৭০৩) এবং তার মাতার নাম ভালিদে সুলতান সালিহা সাবকাতি। প্রথম মাহমুদ ছিল তৃতীয় উসমান (১৭৫৪–৫৭) এর বড় ভাই।
প্রথম মাহমুদ محمود اول | |||||
---|---|---|---|---|---|
উসমানীয় খলিফা আমিরুল মুমিনিন উসামনীয় সাম্রাজ্যের সুলতান কায়সার-ই রোম খাদেমুল হারামাইন শরিফাইন | |||||
![]() | |||||
২৪তম উসমানীয় সুলতান (বাদশাহ) | |||||
রাজত্ব | ২০ সেপ্টেম্বর ১৭৩০ – ১৭ ডিসেম্বর ১৭৫৪ | ||||
পূর্বসূরি | তৃতীয় আহমেদ | ||||
উত্তরসূরি | তৃতীয় উসমান | ||||
জন্ম | ২ আগস্ট ১৬৯৬ এদির্ন প্রাসাদ, এদির্ন, উসমানীয় সাম্রাজ্য | ||||
মৃত্যু | ১৩ ডিসেম্বর ১৭৫৪ তোপকাপি প্রাসাদ, ইস্তাম্বুল, উসমানীয় সাম্রাজ্য | (বয়স ৫৮)||||
সমাধি | তুরহান সুলতানের সমাধি, নতুন মসজিদ, ইস্তাম্বুল | ||||
দাম্পত্য সঙ্গী | আলিজেনাব কাদিন রুশাহ কাদিন ফাহিমা কাদিন ভুসলাত কাদিন হাতিম কাদিন ভেরদিনাজ কাদিন রেমি কাদিন | ||||
| |||||
রাজবংশ | অটোমান | ||||
পিতা | দ্বিতীয় মুস্তাফা | ||||
মাতা | সালিহা সুলতান | ||||
ধর্ম | সুন্নি ইসলাম | ||||
তুগরা |