প্রত্যক্ষণ অর্থ হলো অর্থপূর্ণ ধারণা বা অভিজ্ঞতা লাভ। শব্দটির ইংরেজি প্রতিশব্দ Perception শব্দটি এসেছে ল্যাটিন শব্দ (Perceptio, Percipio) থেকে।
মনোবিজ্ঞানী রাস্টন ও তার সহযোগীদের মতে,"Sensation refers to the reception of stimulation from the environment, while perception describes the interpretation and understanding of that stimulation"[]
স্কোপলার ও তার সহযোগীদের মতে,"Perception refers to the way the world looks, sounds, feels, tastes or smells. In the other words, perception can be definded as whatever is experienced by a person"[]
উত্তেজক পারিপার্শ্বিক বস্তু বা ঘটনার বার্তা বয়ে মস্তিস্কে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে শুরু হয় এর বিশ্লেষণ, সমন্বয়সাধন ও একীকরণ।ফলে অতীত অভিজ্ঞতার আলোকে উক্ত বস্তু বা ঘটনার পরিচয় পাওয়া যায়। এই অর্থপূর্ণ ধারণাই প্রত্যক্ষণ।

চিত্রের বস্তুদ্বয়কে একাধিক ভাবে প্রত্যক্ষ করা সম্ভব

প্রত্যক্ষণ কি?

সম্পাদনা

প্রত্যক্ষণ হল উদ্দীপক সম্পর্কে অর্থপূর্ণ ধারণা বা ব্যাখ্যা।

  • উধাহারণ ১: ধরুন আপনি শহরের একটি রাস্তা দিয়ে হেটে বাড়ি ফিরছেন। হটাৎ এক ঝলক আলো এসে আপনার চোখে পড়ল। আলোর প্রতি এই প্রাথমিক চেতনাবোধ হল সংবেদন। পরে যখন আপনি বুঝতে পারলেন এটি মোটরগাড়ির হেডলাইটের আলো তখন তা প্রত্যক্ষণে পরিণত হল।।
  • উধাহরণ ২: রাস্তা দিয়ে হাটার সময় আপনি পায়ে প্রচন্ড ব্যাথ্যা অনুভব করলেন। এটা হল সংবেদন। আবার যখন বুঝতে পারলেন আপনার পায়ে পেরেক ফুটেছে তখন এটি প্রত্যক্ষণে পরিণত হল।


অর্থ্যাৎ, উদ্দীপক সম্পর্কে ব্যাখ্যা লাভ করাই প্রত্যক্ষণ।

প্রত্যক্ষণের বৈশিষ্ট্য

সম্পাদনা

প্রত্যক্ষণের কতগুলো সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। যথা-

  1. সংগঠন বা সুবিন্যস্তকরণ(Organization)
  2. নির্বাচনমুখিতা(Selectivity)
  3. অপরিবর্তনীয়তা(Constancy)
  4. নমনীয়তা(Flexibility)
  5. সামগ্রিকতা(Holistic properly)

প্রত্যক্ষণের সংগঠন

সম্পাদনা

প্রত্যক্ষণের সংগঠনের উপাদানসমূহ কে দুই ভাগে ভাগ করা যায় । 1.উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্ত এবং


2.জৈবিক উৎপাদন বা ব্যক্তিনিষ্ঠু শর্ত।

বিভিন্ন প্রকার প্রত্যক্ষণ

সম্পাদনা

আরোও দেখুন

সম্পাদনা
  1. সংবেদন
  2. মনোবিজ্ঞান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Psychology;Little, Brown and Company;1984;p.88
  2. Introduction to Psychology;Tata Mcgraw-Hill Publising Co.Ltd. P.107

বহিঃসংযোগ

সম্পাদনা