প্রণব কুমার গগৈ
প্রণব কুমার গগৈ (১৯ আগস্ট ১৯৩৬ – ৩ ফেব্রুয়ারি ২০২০) ভারতের আসামের একজন আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি চারবার আসাম বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও, তিনি আসাম বিধানসভার অধ্যক্ষ ও আসাম সরকারের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রণব কুমার গগৈ | |
---|---|
![]() | |
আসাম বিধানসভার অধ্যক্ষ | |
কাজের মেয়াদ ৬ জুন ২০১১ – ২৮ মার্চ ২০১৬ | |
পূর্বসূরী | টঙ্ক বাহাদুর রাই |
উত্তরসূরী | রঞ্জিত কুমার দাস |
আসাম বিধানসভা | |
কাজের মেয়াদ ২০০১ – ৩ ফেব্রুয়ারি ২০২০ | |
পূর্বসূরী | প্রমোদ গগৈ |
সংসদীয় এলাকা | শিবসাগর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ডিব্রুগড় , আসাম, ব্রিটিশ ভারত | ১৯ আগস্ট ১৯৩৬
মৃত্যু | ৩ ফেব্রুয়ারি ২০২০ গুয়াহাটি, আসাম, ভারত | (বয়স ৮৩)
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
প্রাক্তন শিক্ষার্থী | গুয়াহাটি বিশ্ববিদ্যালয় |
জীবনীসম্পাদনা
প্রণব কুমার গগৈ ১৯৩৬ সালের ১৯ আগস্ট গুয়াহাটিতে জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম গিরীন্দ্র নাথ গগৈ ও মায়ের নাম হিরণ্যলতা গগৈ। তার পিতা আসাম সরকারের একজন মন্ত্রী ছিলেন। তিনি ১৯৬১ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন।[২]
প্রণব কুমার গগৈ ২০০১ সালে শিবসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[৩] ২০০৬ সালেও তিনি শিবসাগর থেকে আসাম বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[৪] ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি আসাম সরকারের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[১] ২০১১ সালে তিনি তৃতীয় বারের মত শিবসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৫] ২০১১ সালের ৬ জুন তিনি আসাম বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন।[৬] তিনি ২০১১ সালের ৬ জুন থেলে ২০১৬ সালের ২৮ মে পর্যন্ত তিনি আসাম বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আসাম বিধানসভার অধ্যক্ষ থাকাকালীন সময়ে তিনি "অসমীয়া"র সংজ্ঞা নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেছিলেন।[৭][৮] তিনি ৫৩টি সংগঠনের সাথে আলোচনার পর অসমীয়ার সংজ্ঞা ও আসামের জাতীয় নাগরিক পঞ্জীর জন্য ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে গ্রহণ করার জন্য সুপারিশ করেন।[৯][১০] ২০১৬ সালে তিনি টানা চতুর্থবারের মত শিবসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[১১]
প্রণব কুমার গগৈ মোহিনী গগৈয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[১] তাদের তিন পুত্র ছিল।
প্রণব কুমার গগৈ ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে ৮৩ বছর বয়সে প্রয়াত হন।[১২][১৩]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ "SHRI PRANAB GOGOI"। Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "PRANAB KUMAR GOGOI (Winner)"। www.myneta.info। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Members 2001-2006"। Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Members 2006-2011"। Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Members 2011-2016"। Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "LIST OF SPEAKER OF ASSAM LEGISLATIVE ASSEMBLY SINCE 1937"। Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Assam Speaker initiates steps for 'Assamese' definition"। Business Standard। ৪ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Assam speaker to initiate consultation for a consensus definition of "Assamese people""। The Hindu। ৫ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Definition of 'Assamese'"। The Sentinel। ২৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Pranab Gogoi – The Man Who Initiated Steps For 'Assamese' Definition"। Pratidin Time। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Complete List of Assam Assembly Elections 2016 Winners"। News18। ১৯ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Former Assam Speaker and sitting MLA Pranab Gogoi passes away"। The New Indian Express। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Former Assam Legislative Assembly Speaker PK Gogoi Passes Away in Guwahati"। The Sentinel। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।