প্রকাশ পাডুকোন

ব্যাডমিন্টন খেলোয়াড়

প্রকাশ পাডুকোন (জন্ম ১০ জুন ১৯৫৫) একজন প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি ১৯৭২ সালে অর্জুন পুরস্কার এবং ১৯৮২ সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সন্মানে ভূষিত হন।[]

প্রকাশ পাডুকোন
টাটা ওপেন চ্যাম্পিয়নশীপে প্রকাশ পাডুকোন
ব্যক্তিগত তথ্য
জন্ম নামপ্রকাশ পাডুকোন
দেশভারত
জন্ম (1955-06-10) ১০ জুন ১৯৫৫ (বয়স ৬৯)
ব্যাঙ্গালোর, কর্ণাটক, ভারত
উচ্চতা১.৮৫ মি (৬ ফু ১ ইঞ্চি)
হাতডান
পুরুষদের একক
সর্বোচ্চ অবস্থান[] (১৯৮০)
পদকের তথ্য
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
পুরুষদের ব্যাডমিন্টন
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৮৩ কোপেনহেগেন পুরুষদের একক
বিশ্বকাপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৮১ কুয়ালালামপুর পুরুষদের একক
বিশ্ব গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৮১ সান্টা ক্লারা পুরুষদের একক []
অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৮০ লন্ডন পুরুষদের একক
কমনওয়েলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৭৮ এডমন্টন পুরুষদের একক
এশিয়ান গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৭৪ তেহরান পুরুষদের দলগত
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৮৬ সিওল পুরুষদের দলগত

তথ্যসূত্র

সম্পাদনা