প্যাট ট্রিমবর্ন

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

প্যাট্রিক হেনরি যোসেফ ট্রিমবর্ন (ইংরেজি: Pat Trimborn; জন্ম: ১৮ মে, ১৯৪০) নাটাল প্রদেশের ডারবান এলাকায় জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬০-এর দশকের শেষদিকে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

প্যাট ট্রিমবর্ন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপ্যাট্রিক হেনরি যোসেফ ট্রিমবর্ন
জন্ম (1940-05-18) ১৮ মে ১৯৪০ (বয়স ৮৩)
ডারবান, নাটাল, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
সম্পর্কপিপিএইচ ট্রিমবর্ন (পুত্র), পিডব্লিউ ট্রিম্বি (পুত্র)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২২৯)
২০ জানুয়ারি ১৯৬৭ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৫ মার্চ ১৯৭০ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৬১/৬২ - ১৯৭৫/৭৬নাটাল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৯৪
রানের সংখ্যা ১৩ ৮৮০
ব্যাটিং গড় ৬.৫০ ১১.৮৯
১০০/৫০ ০/০ ০/২
সর্বোচ্চ রান ১১* ৫২
বল করেছে ৭৪৭ ১৭৭৩৯
উইকেট ১১ ৩১৪
বোলিং গড় ২৩.৩৬ ২২.৬১
ইনিংসে ৫ উইকেট ১২
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/১২ ৬/৩৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/- ৭৯/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১১ সেপ্টেম্বর, ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন প্যাট ট্রিমবর্ন

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৬১-৬২ মৌসুম থেকে ১৯৭৫-৭৬ মৌসুম পর্যন্ত প্যাট ট্রিমবর্নের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার প্যাট ট্রিমবর্ন ১৯৬১ থেকে ১৯৭৬ সময়কালে নাটালের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৬৯-৭০ মৌসুমে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান দাঁড় করান। নাটালের সদস্যরূপে সাউথ আফ্রিকান ইউনিভার্সিটিজ দলের বিপক্ষে ৫/৫১ ও ৬/৩৬ লাভ করেছিলেন।[১]

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন প্যাট ট্রিমবর্ন। সবগুলো টেস্টই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি। ২০ জানুয়ারি, ১৯৬৭ তারিখে ডারবানে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৫ মার্চ, ১৯৭০ তারিখে পোর্ট এলিজাবেথে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

নাটালের সিমার প্যাট ট্রিমবর্ন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দক্ষিণ আফ্রিকার নিষেধাজ্ঞা প্রদানের পূর্বে শেষ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৬৯-৭০ মৌসুমে পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার বিপক্ষে অংশ নিয়েছিলেন তিনি। খেলায় তার বোলিং পরিসংখ্যান ছিল ৩৭.২-৫-৯১-৪। মিতব্যয়ী ও বিশ্বস্ত খেলোয়াড় হিসেবে তার সুনাম ছিল। অভিষেক খেলায় দলের ছয়জন সিম বোলারের অন্যতম ছিলেন তিনি।

১৯৭০ সালে ইংল্যান্ড১৯৭১-৭২ মৌসুমে অস্ট্রেলিয়া গমনার্থে তাকে দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে, উভয় সফরই পরিত্যক্ত হয়েছিল।

ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। পিপিএইচ ট্রিমবর্ন ও পিডব্লিউ ট্রিম্বি - সন্তানদ্বয় প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Natal v South African Universities 1969-70"CricketArchive। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা