পেরুভীয় ফুটবল ফেডারেশন
পেরুভীয় ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Peruana de Futbol, ইংরেজি: Peruvian Football Federation; এছাড়াও সংক্ষেপে পিএফএফ নামে পরিচিত) হচ্ছে পেরুর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯২৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর পেরুর রাজধানী লিমায় অবস্থিত।
কনমেবল | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২২[১] |
সদর দপ্তর | লিমা, পেরু |
ফিফা অধিভুক্তি | ১৯২৪[১] |
কনমেবল অধিভুক্তি | ১৯২৫ |
সভাপতি | আগুস্তিন লোজানো |
ওয়েবসাইট | fpf |
এই সংস্থাটি পেরুর পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে পেরুভীয় প্রথম বিভাগ, পেরুভীয় দ্বিতীয় বিভাগ, কোপা বিসেন্তেনারিও এবং সুপারকোপা পেরুয়ানার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[২][৩] বর্তমানে পেরুভীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আগুস্তিন লোজানো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অস্কার চিরি।
কর্মকর্তা
সম্পাদনা- ১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | আগুস্তিন লোজানো |
সহ-সভাপতি | |
সাধারণ সম্পাদক | অস্কার চিরি |
কোষাধ্যক্ষ | রাউল রোয়াস |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | রোমিনা আন্তোনিয়াজ্জি |
প্রযুক্তিগত পরিচালক | জঁ রবিয়ার |
ফুটসাল সমন্বয়কারী | হুলিও পাস্তোর |
জাতীয় দলের কোচ (পুরুষ) | রিকার্দো গারেকা |
জাতীয় দলের কোচ (নারী) | দোরিভাল বুয়েনো |
রেফারি সমন্বয়কারী | উইলিয়ান গালভেস ফের্নান্দেস |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ Darby, Paul; Johnes, Martin; Mellor, Gavin (১ জানুয়ারি ২০০৫)। "Soccer and Disaster"। Psychology Press। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭ – Google Books-এর মাধ্যমে।
- ↑ Higgins, James (৪ মার্চ ২০১৭)। "Lima: A Cultural History"। Oxford University Press। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭ – Google Books-এর মাধ্যমে।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (স্পেনীয়)
- ফিফা-এ পেরুভীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)