পেপসি (ইংরেজি: Pepsi) একটি জনপ্রিয় কার্বনেট কোমল পানীয়। পেপসিকো কোম্পানি এর উৎপাদনকারী ও বিপনকারী সংস্থা। ১৮৯৮ সালে পেপসি আমেরিকায় 'ব্র্যাডস ড্রিংক' নামে উদ্ভাবন ও পরিচিতি লাভ করে। ১৯০৩ সালের ১৬ জুন থেকে এটি বর্তমান নাম পেপসি ধারণ করে।[১]

পেপসি
Pepsi logo (2014).svg
2019-04-21 21 38 17 A 20 ounce bottle of Pepsi in the Franklin Farm section of Oak Hill, Fairfax County, Virginia.jpg
পেপসির বোতল
প্রকারকোলা
উৎপাদনকারীপেপসিকো
উৎপত্তির দেশমার্কিন যুক্তরাষ্ট্র
প্রবর্তন১৮৯৩(ব্র্যাড'স ড্রিংক নামে)
১৮৯৮ (পেপসি-কোলা নামে)
১৯৬১ (পেপসি নামে)
রংCaramel E-150d
সংশ্লিষ্ট পণ্যকোকা-কোলা
আরসি কোলা
ওয়েবসাইটpepsi.com উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাসসম্পাদনা

১৮৯৮ সালে সেলেব ব্র্যাডহ্যাম দ্বারা পেপসি প্রথমে আমেরিকার নর্থ ক্যারোলিনাতে 'ব্র্যাডস ড্রিংক' নামে পরিচিতি পায়। ১৯০৩ সালে ব্র্যাড বোতলে পেপসি সরবরাহ শুরু করে। ১৯০৯ সালে পেপসি তার প্রথম বিজ্ঞাপন প্রচার করে। ১৯২৬ সাল থেকে পেপসি নিয়মিতভাবে তার লোগো ব্যবহার শুরু করে। পেপসিকো কোম্পানি যুক্তরাষ্ট্র নির্ভর হলেও, ২০১৮ সালে ইসরায়েল এর সাথে সম্পৃক্ত হয়। ইহুদি পরিচালিত প্রতিষ্ঠান বলে ২০২১ সালের মে মাসে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সময় অনেক মুসলিম দেশ এই পণ্যগুলো বয়কট করে এবং বিশ্বব্যাপী ক্ষোভ সৃষ্টি হয়।

তথ্যসূত্রসম্পাদনা

  1. আশরাফ, আহমেদ। "পেপসি এবং কোকাকোলা"Newspaper1971। Newspaper1971.com। ২৩ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৬  অজানা প্যারামিটার |4= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)