পেনসি গিরিবর্ত্ম বা পেনসি লা ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলে অবস্থিত একটি গিরিবর্ত্ম। এই গিরিবর্ত্মকে জাংস্কারের প্রবেশদ্বার বলা হয়।

পেনসি গিরিবর্ত্ম
পেনসি গিরিবর্ত্ম থেকে দৃষ্ট দ্রাং-দ্রুং হিমবাহ
উচ্চতা৪,৪০০ মিটার (১৪,৪৩৬ ফুট)
অবস্থানজম্মু ও কাশ্মীর, ভারত
পর্বতশ্রেণীহিমালয়
স্থানাঙ্ক৩৩°৫২′১৮″ উত্তর ৭৬°২০′৫৭″ পূর্ব / ৩৩.৮৭১৫৫৪° উত্তর ৭৬.৩৪৯০৭° পূর্ব / 33.871554; 76.34907

অবস্থান সম্পাদনা

পেনসি গিরিবর্ত্ম ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৪০০ মিটার উচ্চতায় অবস্থিত। এই গিরিবর্ত্ম সুরু উপত্যকাজাংস্কার উপত্যকাকে সংযুক্ত করে। রাংদুম বৌদ্ধবিহার থেকে এই গিরিবর্ত্ম ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

বৈশিষ্ট্য সম্পাদনা

পেনসি গিরিবর্ত্মের পশ্চিম দিকে অবস্থিত পাঞ্জেল্লা হিমবাহ থেকে সিন্ধু নদের উপনদী সুরু নদীর উৎপত্তি হয়েছে। অপর দিকে এই গিরিবর্ত্মের পূর্ব দিকে অবস্থিত দ্রাং-দ্রুং হিমবাহ থেকে জাংস্কার নদীর উপনদী ডোডা নদীর উৎপত্তি হয়েছে।

যোগাযোগ সম্পাদনা

কার্গিল থেকে পাদুম পর্যন্ত সংযোগরক্ষাকারী ২৪০ কিলোমিটার দীর্ঘ কার্গিল-জাংস্কার সড়ক গ্রীষ্মকালের পাঁচ মাস খোলা থাকলেও শীতকালের দিনগুলিতে ভারী তুষারপাতের জন্য বন্ধ থাকে।

তথ্যসূত্র সম্পাদনা