পূর্ব বাংলার জাতীয় মুক্তি ফ্রন্ট

মাওবাদী সামরিক ইউনিট

পূর্ব বাংলার জাতীয় মুক্তি ফ্রন্ট পূর্ব বাংলার সর্বহারা পার্টির সশস্ত্র সংগঠন। এটি নতুন বাংলাদেশ রাষ্ট্রের সমর্থনে সশস্ত্র গণযুদ্ধের সংগ্রামে জড়িয়ে পড়ে। তারপর থেকেই এর রাজনৈতিক ভাগ্য দুলতে থাকে।

পূর্ব বাংলার জাতীয় মুক্তি ফ্রন্ট
পূর্ব বাংলার সশস্ত্র দেশপ্রেমিক বাহিনী
অধিনায়কসিরাজ সিকদার
অপারেশনের তারিখ১৯৭২
দেশ বাংলাদেশ
আনুগত্য পূর্ব বাংলার সর্বহারা পার্টি
উদ্দেশ্যসশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম করা।
মতাদর্শসাম্যবাদ,
মার্কসবাদ-লেনিনবাদ,
মাওবাদ
রাজনৈতিক অবস্থানকমিউনিস্ট, বামপন্থী
বিপক্ষ
খণ্ডযুদ্ধ ও যুদ্ধ১৯৭২–১৯৭৫ বাংলাদেশে কমিউনিস্ট বিদ্রোহ
রঙ  লাল

ইতিহাস

সম্পাদনা

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সিরাজ সিকদার পূর্ব বাংলার গ্রামাঞ্চলে সর্বহারা সেল প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। ১৯৭১ সালের ৩০ এপ্রিল বরিশাল জেলার স্বরূপকাঠীতে তিনি পূর্ব বাংলার সশস্ত্র দেশপ্রেমিক বাহিনী নামে একটি ক্যাডার বাহিনী গঠন করেন। ১৯৭১ সালের ৩ জুন স্বরূপকাঠির পেয়ারাবাগে শ্রমিক-কৃষকসহ বঞ্চিত শ্রেণির রাজনৈতিক মঞ্চ হিসেবে পূর্ব বাংলার সর্বহারা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। তার দলের সশস্ত্র ক্যাডাররা পাকিস্তান সেনাবাহিনীমুক্তিবাহিনীর ওপর একযোগে হামলা চালায়।

বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭২ সালের ১৪ জানুয়ারি সর্বহারা পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং সিরাজ সিকদার দলের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৩ সালের এপ্রিল মাসে সিরাজ সিকদারকে সভাপতি করে ১১টি গণসংগঠন নিয়ে পূর্ব বাংলার জাতীয় মুক্তি ফ্রন্ট গঠিত হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মুয়ায্‌যম হুসায়ন খান (২০১২)। "শিকদার, সিরাজ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

বহিঃসংযোগ

সম্পাদনা