পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়, নেপাল
পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয় (নেপালি: पूर्वाञ्चल विश्वविद्यालय) নেপালের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি নেপালের অর্থনৈতিক কেন্দ্রের শহর বিরাটনগরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয় ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি প্রায় ৫৪৫ হেক্টর জায়গার ওপর প্রতিষ্ঠিত।
पूर्वाञ्चल विश्वविद्यालय | |
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ১৯৯৩ |
আচার্য | নেপালের প্রধানমন্ত্রী |
উপাচার্য | ঘনশ্যাম লাল দাস |
শিক্ষার্থী | ২২,০০০ (অধিভুক্ত কলেজসহ) |
অবস্থান | বিরাটনগর, নেপাল |
ওয়েবসাইট | purbuniv |
মিশন
সম্পাদনাবর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিস্তৃতভাবে ব্যবসায় প্রশাসন, শিল্প-প্রযুক্তি, কৃষি-বন, পরিবেশ, গ্রামীণ-সাংস্কৃতিক জীবিকার এবং টেকসই উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে "একাডেমিক শ্রেষ্ঠত্ব" লাভ করেছে।
সংবিধান কলেজ/কেন্দ্র
সম্পাদনাব্যবস্থাপনা ক্যাম্পাস
ব্যবস্থাপনা ক্যাম্পাস হলো এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংবিধানিক কলেজ। এখানেই নেপালের প্রথম বিবিএ কোর্স শুরু হয়।
ম্যানেজমেন্ট ক্যাম্পাসের স্থায়ী শিক্ষক
- জনাব শিরিশ রিজাল, এমবিএ (ইউএসএ)
- জনাব সঞ্জেস প্রসাদ কৈরালা, এমবিএ (ইউএসএ)
- ড. সাদায়া হামাল, এমবিএ (KU), পিএইচডি.(মহীশূর বিশ্ববিদ্যালয়, ভারত)
- ডাঃ বিজু কর থাপালিয়া, এমবিএ (গুয়াহাটি বিশ্ববিদ্যালয়), পিএইচডি. (নরওয়ে)
- ড. স্বপনা রিজাল, এমএ, পিএইচডি. (দিল্লী বিশ্ববিদ্যালয়)
- জনাব মোহন বাহাদুর বাসনেত, এমবিএ (TU), M. Sc (নরওয়ে)
- ড. উত্তম কুমার রেজমি, এমবিএ (TU), M. Sc.ও পিএইচডি. (নরওয়ে)
- ড. গণেশ প্রসাদ নেউপানে, এমবিএ (TU), M. Sc.ও পিএইচডি. (নরওয়ে)
- জনাব রাজেশ আগারওয়াল, এমবিএ (TU), M. Sc. (নরওয়ে)
- ড. সন্দেশ দাস শ্রেষ্ঠা, এমবিএ (TU), পিএইচডি.(ভারত)
- ড. রামকান্ত দাস, এমএ এবং পিএইচডি. (ভাগলপুর বিশ্ববিদ্যালয়)
- শ্রীমতি সামঝানা প্রধান, এমএ (TU)
- জনাব বোধারি আচার্য, এমবিএ (TU), M. Sc. (নরওয়ে)
- ড. নিরাজ কুমার মিশ্র, এমএ (TU), পিএইচডি. (ভাগলপুর বিশ্ববিদ্যালয়, ভারত)
- জনাব দীনেশ রাজ সুবেদী, এমএ (TU)
- জনাব যুবরাজ ধীতাল, এমবিএ (TU)
- জনাব প্রশান্ত কুমার লাল, এমবিএ (PU), M. Sc. (নরওয়ে)
- শ্রীমতি সোনিলা শাক্য, এমবিএ (PU), M. Sc.(নরওয়ে)
পুর্বাঞ্চল ইউনিভার্সিটি স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (PUSET)
সম্পাদনাপুর্বাঞ্চল ইউনিভার্সিটি স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (PUSET) পূর্বে বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাম্পাস হিসাবে পরিচিত ছিলো। শুধুমাত্র পূর্ব অঞ্চলে পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি ভিত্তিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রমের জন্য এটি প্রতিষ্ঠা করা হয়।
জনসংখ্যা ও উন্নয়ন কেন্দ্রের শিক্ষক
সম্পাদনা- রাম প্রসাদ ধকল
- উদায়ারি প্রাসেন
- রমেশ বাবু কফলি
- কোমাল প্রসাদ দুলাল
- কৃষ্ণ প্রসাদ পান্ডে
জনতা আদর্শ বহুমুখী ক্যাম্পাস
সম্পাদনাজনতা আদর্শ বহুমুখী ক্যাম্পাস ত্রিভুবন ইউনিভার্সিটির অধিভুক্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে তা পুর্বাঞ্চল ইউনিভার্সিটির অধীনে আসে।
কোর্স
সম্পাদনা- ব্যাচেলর ইন সোশ্যাল ওয়ার্ক (৬ সেমিস্টার, ৩ বছর)
- ৩ বছর বি. এড. বা এক বছরের বি এড. (সদ্য সংশোধিত অভ্যন্তরীণ মূল্যায়ন ভিত্তি করে)
ব্যবস্থাপনা ক্যাম্পাস
সম্পাদনা- এমবিএ
- বিবিএ
অনুষদ
সম্পাদনাম্যানেজমেন্ট অনুষদ
সম্পাদনা- ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)
- ব্যাচেলর অব ফ্যাশন ডিজাইন (BFD)
- ব্যাচেলর অব কমার্স স্টাডিজ (বিসিএস)
- ব্যাচেলর অব হসপিটালিটি এন্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট (BHCM)
- ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট (BHM)
- ব্যাচেলর অব ট্র্যাভেল এন্ড ট্যুরিস্ট স্টাডিজ (BTTS)
- এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (EMBA)
- এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (EMBA) (দূর)
- মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
- মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (MPA)
- মাস্টার ট্যুরিজম স্টাডিজ (এমটিএস)
- মাস্টার হোটেল এন্ড হসপিতালিটি ম্যানেজমেন্ট (MHHM)
চিকিৎসা এবং এলাইড বিজ্ঞান অনুষদ (FOMAS)
সম্পাদনা- ব্যাচেলর অব পাবলিক হেলথ (BPH)
- ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (B. Sc. নার্সিং)
- পোস্ট ব্যাসিক ব্যাচেলর অব নার্সিং (PBN)
- ব্যাচেলর অব ফার্মেসী(B. Pharm)
- মাস্টার অফ ফার্মাসির (ক্লিনিক্যাল)
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ
সম্পাদনা- ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন জিওমেটিক ইঞ্জিনিয়ারিং
- ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
- ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন সিভিল
- ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার
- ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন
- ব্যাচেলর অব ইনফরমেশন টেকনোলজি
- ব্যাচেলর অব আর্কিটেকচার (B. Arch.)
- ব্যাচেলর অব কম্পিউটার অ্যাপ্লিকেশন (বিসিএ) (Hons.)
- ব্যাচেলর অব কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA)
- ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (B. Sc.এজি.)(Hons.)
- ব্যাচেলর অব সাইন্স ইন বায়ো-টেকনোলজি (B. Tech)
- ব্যাচেলর অব সায়েন্স ইন বায়ো-কেমিস্ট্রি (B. Sc.)
- ব্যাচেলর অব ডেইরি টেকনোলজি (বি. টেক.)
- ব্যাচেলর অব ফুড টেকনোলজি (বি. টেক.)
- ব্যাচেলর অব ভেটেরিনারী সাইন্স ও এনিমেল হাজবেন্ডারি (B. V. এসসি. এবং অই)
- (মাস্টার) কৃষি ব্যবসা ব্যবস্থাপনা
- মাস্টার অব কম্পিউটার অ্যাপ্লিকেশন (এমসিএ)
- মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন আর্থ-কুয়াক
- মাস্টার অব সায়েন্স ইন ডেইরি টেকনোলজি (M. Sc.)
- মাস্টার অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (M. Sc.)
- মাস্টার অব সায়েন্স ইন ইনফরমেশন সিস্টেম ইঞ্জিনিয়ারিং (M. Sc.)
- মাস্টার অব সায়েন্স ইন লাইফ সাইন্স (M. Sc)
- মাস্টার অব সায়েন্স ইন মিট টেকনোলজি (M. Sc)
- (মাস্টার) শহুরে নকশা সংরক্ষণ (M. Sc.)
- পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন (PGDCA)
শিক্ষা অনুষদ
সম্পাদনা- ব্যাচেলর অব এডুকেশন (B. Ed.)
- ব্যাচেলর অব এডুকেশন (বি. এড. -এক বছর)
- ব্যাচেলর অব এডুকেশন (বি. এড. দূর শিক্ষণ)
- মাস্টার অব এডুকেশন (M. Ed.)
মানবিক অনুষদ
সম্পাদনা- ব্যাচেলর অব আর্টস (BA)
- ব্যাচেলর অব অভ্যন্তর নকশা (দর)
- ব্যাচেলর অব সাংবাদিকতা ও গণযোগাযোগ
- ব্যাচেলর অব লিবারেল আর্টস এবং বিজ্ঞান
- ব্যাচেলর ইন মিডিয়া প্রযুক্তি (BMT)
- ব্যাচেলর অব সোশ্যাল ওয়ার্ক (BSW)
- মাস্টার অব আর্টস ইন মিডিয়া প্রযুক্তি (MMT)
- মাস্টার অব আর্টস ইন গণযোগাযোগ ও সাংবাদিকতা
- মাস্টার ইন ডেভেলপমেন্ট কমিউনিকেশন
- মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ
- (মাস্টার) সমাজবিজ্ঞান / নৃবিজ্ঞান
- (মাস্টার) জনসংখ্যা ও পল্লী উন্নয়ন
- (মাস্টার) গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা ও জেন্ডার স্টাডিজ
- (মাস্টার) আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনা
- মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক
- (পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা) শান্তি ও দ্বন্দ্ব সাংবাদিকতা (PGD)
আইন অনুষদ
সম্পাদনা- লেগিজম ল্যাটারনাম ব্যাচেলর (এলএলবি)
- লেগিজম ল্যাটারনাম মাস্টারম (LLM)
- (মাস্টার্স ডিগ্রী) দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক মানবিক আইন
- (মাস্টার্স ডিগ্রী) মানবাধিকার
ফলাফল
সম্পাদনাঅনেক কারণে, প্রধানত রাজনৈতিক দলগুলোর ডাকা হরতাল-অবরোধের জন্য বিশ্ববিদ্যালয়টি নিজস্ব দিনপঞ্জী অনুসারে শিক্ষা কার্যক্রম চালাতে পারে না। তবে দিন দিন এই সমস্যা কাটিয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সময়মতো চলমান করা হচ্ছে।
তথ্যসূত্র
সম্পাদনাhttps://web.archive.org/web/20130522093535/http://puset.awardspace.com/
https://web.archive.org/web/20181228142131/http://puset.edu.np/