পূর্বভাগ ইউনিয়ন
পূর্বভাগ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
পূর্বভাগ | |
---|---|
ইউনিয়ন | |
১১নং পূর্বভাগ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পূর্বভাগ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৭′৫২″ উত্তর ৯১°১৩′৫৫″ পূর্ব / ২৪.১৩১১১° উত্তর ৯১.২৩১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আক্তার মিয়া |
আয়তন | |
• মোট | ৮.৬০ বর্গকিমি (৩.৩২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,১৮৪ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪০.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাপূর্বভাগ ইউনিয়ন এক সময় হরিপুর ইউনিয়নের অংশ ছিল। পরবর্তীতে এটি স্বতন্ত্র ইউনিয়ন পরিষদ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯১ সালে ইউনিয়ন পরিষদ ভবন স্থাপিত হয়।[১][২]
আয়তন ও অবস্থান
সম্পাদনাপূর্বভাগ ইউনিয়নের আয়তন ২,১২৫ একর (৮.৬০ বর্গ কিলোমিটার)।[৩] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এ ইউনিয়নের পশ্চিমে গোকর্ণ ইউনিয়ন, উত্তরে বুড়িশ্বর ইউনিয়ন, পূর্বে গুনিয়াউক ইউনিয়ন ও হরিপুর ইউনিয়ন এবং দক্ষিণে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাপূর্বভাগ ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১০টি।[৪]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পূর্বভাগ ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,১৮৪ জন। এর মধ্যে পুরুষ ৮,৮২৪ জন এবং মহিলা ৯,৩৬০ জন। মোট পরিবার ৩,৬৯৮টি।[৩] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২,১১৪ জন। মৌজা এবং গ্রামভিত্তিক এ ইউনিয়নের জনসংখ্যা নিচে দেওয়া হল:[৪]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ১৫৯ | বেলুয়া | বেলুয়া | ৩৩৪ | ১,৬৩৭ |
০২ | ২০৮ | ভুবন | ভুবন | ৫৭১ | ২,৭৫৩ |
০৩ | ৬৪৬ | কোয়রপুর | কদমতলা | ১০০ | ৭২৯ |
কিফাতনগর | ১২০ | ৬৫৯ | |||
কোয়রপুর | ৩২০ | ১,৩৮৬ | |||
চান্দেরপাড়া | ৭৩৬ | ৩,৭২৮ | |||
বড়ধলিয়া | ১২০ | ৬২৪ | |||
শ্যামপুর | ৩২৪ | ১,৪৫৬ | |||
০৪ | ৯৮৫ | উত্তর পূর্বভাগ | পূর্বভাগ | ৯৩৯ | ৪,৫৪৬ |
মকবুলপুর | ১৩৪ | ৬৬৬ |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পূর্বভাগ ইউনিয়নের সাক্ষরতার হার ৪০.৭%।[৩] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- পূর্বভাগ উচ্চ বিদ্যালয়[৫]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনানাসিরনগর উপজেলা সদর থেকে পূর্বভাগ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক নাসিরনগর-হরিপুর সড়ক। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাজার থেকে হরিপুর হয়ে পূর্বভাগ ইউনিয়নে যাতায়াত করা যায়। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া বর্ষাকালে নৌকাযোগেও এ ইউনিয়নে যাতায়াত করা হয়।[৬]
খাল ও নদী
সম্পাদনাপূর্বভাগ ইউনিয়নের দক্ষিণ সীমান্ত দিয়ে বয়ে চলেছে তিতাস নদী।[২]
হাট-বাজার
সম্পাদনাপূর্বভাগ ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হল শ্যামপুর বাজার, পূর্বভাগ পুরাতন বাজার এবং পূর্বভাগ নতুন বাজার।[৭]
দর্শনীয় স্থান
সম্পাদনা- বড়ধলিয়া আবদুল্লাহ শাহ মাজার[৮]
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- তাজুল ইসলাম –– ফখরে বাঙ্গাল নামে পরিচিত ইসলামী ব্যক্তিত্ব।[৯]
- মোহাম্মদ ছায়েদুল হক –– রাজনীতিবিদ, আইনজীবী এবং সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদ সদস্য।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: আক্তার মিয়া,[১০]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পূর্বভাগ ইউনিয়নের ইতিহাস"। purbabhagup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ "এক নজরে পূর্বভাগ ইউনিয়ন"। purbabhagup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ "এসএসসি ফলাফল - নাসিরনগর উপজেলা"। facebook.com। ফেসবুক পোস্ট। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - পূর্বভাগ ইউনিয়ন"। purbabhagup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- ↑ "হাট-বাজারের তালিকা - পূর্বভাগ ইউনিয়ন"। purbabhagup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- ↑ "দর্শনীয় স্থান - পূর্বভাগ ইউনিয়ন"। purbabhagup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - পূর্বভাগ ইউনিয়ন"। purbabhagup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- ↑ "শপথ গ্রহণ"। prothomalo.com। প্রথম আলো। ২৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।