পূজারী বা অর্চক হলেন হিন্দু মন্দিরের ধর্মযাজক। শব্দটি সংস্কৃত পূজা শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ উপাসনা করা। [১] পূজারীগণ পূজা, আরতি, মূর্তির যত্ন নেওয়া সহ মন্দিরের নিত্যকর্মসমূহ সম্পাদন করেন। সাধারণত ব্রাহ্মণ বর্ণের হিন্দুরাই পূজারী হয়ে থাকেন। নারী বা পুরুষ যে কেউ পূজারী হতে পারেন।

একজন পূজারী পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "pujari"Oxford University Press। ৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৩